দুরত্ব - সাজেদা পারভিন সাজু
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

দুরত্ব
সাজেদা পারভিন সাজু
আজ আকাশের চাঁদটাকে
এনে দিতে পারো ?
একা একা জোস্না মাখো
তারি সাথে ভাব করো ।
কাছে এসে হাতটি ধরে যদি বলো
চাঁদের আলোয় স্নানটি সেরে
অপেক্ষায় থাকো শুধু
জোস্নার আলিঙ্গনের।
দূর থেকে দেখি অবাক চোখে
নিশিদিন থাকো তুমি সুদূরেই ।
তোমার সাথে এই দূরত্ব
কেন জিইয়ে রাখো ?