বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৫

তালেবানের সঙ্গে `সীমিত সম্পর্ক` বজায় রাখার ঘোষণা ভারতের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

ভবিষ্যতে আফগানিস্তানের নয়া শাসকদের সঙ্গে 'সীমিত সম্পর্ক' বজায় রাখা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, 'কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি।' আজ শনিবার ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

আনন্দবাজার বলছে, তালেবান মুখপাত্র সুহাইল শাহিন শুক্রবার বলেছিলেন, 'মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে।' পাশাপাশি, চীনকে পাকিস্তানের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী' বলেও বর্ণনা করেন তিনি। এর পরেই শ্রিংলার এমন মন্তব্য 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে মঙ্গলবার তালেবান নেতা শের মহম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, ওই বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি ভারতে আসতে ইচ্ছুক সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নয়াদিল্লিতে আনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছে তালেবান।
সূত্র : আনন্দবাজার

এই বিভাগের আরো খবর