বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

তালেবানদের ওপর হামলা, দায় স্বীকার আইএসের

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

আফগানিস্তানে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নানগারহার প্রদেশের জালালাবাদে এ হামলার দায় স্বীকার করে তালেবানের ৩৫ জন সদস্য হতাহতের কথা বলেছে আইএস। খবর ওয়াশিংটন পোস্টের।

গেল শনিবারের (১৯ সেপ্টেম্বর) এ হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন।

এদিকে একই শহরে রোববার তালেবান সদস্যদের ওপর আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববারের (১৯ সেপ্টেম্বর) হামলায় বেশ কয়েকজন তালেবান সদস্য আহত হয়েছেন। এ হামলার দায় এখনো কেউই স্বীকার করেনি।

এছাড়া রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মেয়র হামদুল্লাহ নোমান। এটি নারীদের ওপর তালেবানের আরোপিত সবশেষ নিষেধাজ্ঞা।

এই বিভাগের আরো খবর