মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৭

ঢাকা উত্তর শ্রমিক লীগ সভাপতি হুমায়ুন গ্রেফতার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫  

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। 
রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম। 

এই বিভাগের আরো খবর