শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৮

ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

মহাখালীতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে আছে ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ। পাশাপাশি ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও আছে।

সব মিলিয়ে এই হাসপাতালে এক হাজার রোগীর ভর্তির ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী কাঁচাবাজারের জন্য ছয় তলা ভবনটি হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

এমন সময় এই হাসপাতালটি উদ্বোধন করা হয়েছে, যখন হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বিশেষ করে আইসিইউর তীব্র সংকট দেখা দিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

এই বিভাগের আরো খবর