বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৭

টি-টোয়েন্টিতে ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে হারানো মুকুট ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে আবারো টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন দেশসেরা এই ক্রিকেটার।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬ আর নবীর পয়েন্ট ২৮৫। ২০১৮ সালের পর নিজের হারানো মুকুট ফিরে পেলেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে এখনও তিনি একনম্বরেই আছেন।

বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট নিয়ে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।

অন্যদের মধ্যে‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান বোলিং র‍্যাংকিংয়ে অনেক বেশ উন্নতি করেছেন । ২০ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন। ৩০তম থেকে মুস্তাফিজ উঠে এসেছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

এই বিভাগের আরো খবর