রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০

চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

আবু তাঈম সিজান, গলাচিপা (পটুয়াখালী)

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য চরবিশ্বাস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

 

শনিবার ও রবিবার (২৪ ও ২৫ জানুয়ারি) বিদ্যালয় চত্বরে দুদিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের জমিদাতা মো. বজলুর রহমান খলিফা। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, রশি লাফ, সুই-সুতা গাঁথাসহ বিভিন্ন ইভেন্টে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

ক্রীড়া আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কোরআন তেলওয়াত, গজল, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য ও ‘যেমন খুশি তেমন সাজো’ পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান দুলালের সভাপতিত্বে এবং মধ্য চরবিশ্বাস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর। আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিরউদ্দীন নেছার, চর আগস্তী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, দক্ষিণ চরবিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দীন, চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, চরবিশ্বাস কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

এ ছাড়া স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, এনজিও ও স্বাস্থ্যকর্মী, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

 

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

এই বিভাগের আরো খবর