সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

খুনিকে জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, হাদির খুনিকে দ্রুত এবং জীবিত গ্রেফতার করতে হবে; কোনো ধরনের ‘বন্দুকযুদ্ধের নাটক’ তারা দেখতে চায় না।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানানো হয়।

 

 

ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বিকেল ৩টাই   শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত  বিক্ষোভ মিছিল হবে । 

 

 

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আজ আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে সিআইডি জানিয়েছে, অভিযুক্ত মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

 

 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, দাউদ খান রাহুলের বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো রাজনৈতিক বা অপরাধী চক্রের আর্থিক যোগসূত্র থাকতে পারে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথের পাশাপাশি সামাজিক মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে। ইনকিলাব মঞ্চের দাবি, প্রকৃত সত্য উন্মোচনের জন্য খুনিদের জীবিত ধরে বিচারের আওতায় আনতে হবে।

এই বিভাগের আরো খবর