শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫১

খিলক্ষেতে আবাসিক ভবনে আগুন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

রাজধানীর খিলক্ষেত লেক সিটির একটি ১৫ তলা আবাসিক ভবনের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনটি আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে।

আজ ​রোববার (১৪ মার্চ) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া হয়নি। কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলামিন বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটে আমাদের গাড়ি দুর্ঘটনার স্থলে বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, ‘১৫ তলার লেক সিটি ভবনের ১১তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি।’ তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই বিভাগের আরো খবর