বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

কাকরাইলে ট্রাকের ধাক্কায় সাংবাদিক নেতা গুরুতর আহত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ মে ২০২১  

রাজধানীর কাকরাইলে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ধাক্কায় গুরুতর আহত হয়েছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনষ্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে কাকরাইল মোড়ে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মটর সাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিট থেকে ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষন সম্পাদক হালিম মোহাম্মদ জানান,  সাংবাদিক নেতা জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তার মটর সাইকেলকর ধাক্কা দেয়। এতে গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় ছিটকে রাস্তায় পড়ে জিহাদের বুকে, মুখমন্ডল এবং চোয়াল থেতলে যায়। তার একটি দাঁতও ভেঙ্গে যায়। 
রক্তাক্ত অবস্থায় জিহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। বর্তমানে তিনি ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 
চিকিৎসকের মতে, তার ডেসিং, এক্সরেসহ সকল পরিক্ষা নিরীক্ষা চলছে।

তার ডান চোখ, নাক মুখমণ্ডল ও দুইহাত ছাড়াও শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঘটনার পর পরই পুলিশ বেপরোয়া ট্রাক আটক এবং চালক হেলপারকে গ্রেফতার করেছে। 

এই বিভাগের আরো খবর