বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৫

এবার গোয়ায় নতুন ভোরের ডাক দিলেন মমতা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

শনিবার টুইটবার্তায় মমতা বলেন, ২৮ অক্টোবর প্রথমবার গোয়া সফরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আমি সব সংগঠন, রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিচ্ছি। বিগত ১০ বছর ধরে গোয়ার মানুষ অনেক দুর্ভোগে থেকেছে। আমরা নতুন সরকার গঠন করার মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করব। যে সরকার সত্যিই গোয়ার মানুষের সরকার হবে এবং সেখানকার মানুষের আশা পূরণ করতে দায়বদ্ধ থাকব।

গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেসসহ বিভিন্ন দল ছে়ড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। পূজার মধ্যে গোয়ায় দফতরও খুলেছে তৃণমূল।

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে। এমন পরিস্থিতিতে আগামী ২৮ অক্টোবর তৃণমূলনেত্রীর গোয়া যাত্রাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর