শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬  

ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়ে তার আগ্রহ বাড়ছে। গত বছর ওমরাহ হজ পালন করে ফেরার পর তিনি ঘোষণা দিয়েছিলেন—তিনি আর সিনেমায় কাজ করবেন না। সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন বর্ষা।

সেই সিদ্ধান্তে অটল থাকছেন তিনি। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম দেখা যাচ্ছে না। তবে ফটোশুট, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যে দেখা যায় তাকে। অবসর সময়ে বই পড়তেও ভালোবাসেন—বিশেষ করে ধর্মীয় বই।

এবার তেমনই একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটি পড়ে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। ক্যাপশনে লেখেন—

“আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য। জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। এরপর তিনি ড. মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন—এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন।”

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সেই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

এই বিভাগের আরো খবর