মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১১২

হৃদয়ে কুমিল্লার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয় কুমিল্লা নামক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দঘন জাকজমক পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২রা অক্টোবর শুক্রবার দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রাম ফুড প্যালেস রিসোর্ট কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 

সারাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে ফুড প্যালেস কনফারেন্স রুম। হৃদয় কুমিল্লা নামক সংগঠনটির বর্ষপূর্তিতে সমাজের গুনিজন ও বিভিন্ন ক্ষেত্রে  অবদান রাখায় গুনিজনদেরকে সম্মাননা ও বিভিন্ন সংগঠনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা করে সংগঠনটি। 
ন্ধদয়ে কুমিল্লার সভাপতি মোঃ শাহ আলম মুন্সির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা বাবু নন্দন চৌধুরী।
 
বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুর হোসেন মজুমদার, বাংলাদেশের সর্বচ্চো রক্তদাতা মোঃ জাবেদ নাছিম, জাতীয় সাংবাদিক ফেডারেশন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব গোলাম রহমান দূর্জয়, হৃদয়ে কুমিল্লার উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা জজ কোর্টের এডভোকেট মোঃ কবির হোসেন খান। 
সংগঠনটির প্রথম অধিবেশন ও নামাজের বিরতী,দুপুরের খাবারের শেষে দ্বিতীয় অধিবেশনে হৃদয়ে কুমিল্লার ২০২০-২১ সেশনের কমিটি ঘোষনা করা হয়। 
কমিটিতে মোঃ সেলিম মিয়া (চৌদ্দগ্রাম) কে প্রধান নির্বাহী পরিচালক মনোনীত করা হয়। এতে মোঃ শাহ আলম মুন্সি (নাঙ্গলকোট) কে সভাপতি ও মোহাম্মদ রাকিব হাসান (বরুড়া) কে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (লালমাই), সহ-সভাপতি ওমর ফারুক সোহাগ (নাঙ্গলকোট), জসিম উদ্দিন ভুঁইয়া (লালমাই) , মোঃ জুয়েল রানা (বরুড়া), যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে মাসুদ রানা (দাউদকান্দি), সাইফুল ইসলাম সবুজ (নাঙ্গলকোট), ইব্রাহিম খলিল (বরুড়া), ওমর ফারুক রাজন (আদর্শ সদর), রায়হান লিমন (চান্দিনা), মোশারফ হোসেন (আর্দশ সদর), সাংগঠনিক সম্পাদক বশির আহামেদ (তিতাস), সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান রাসেল (নাঙ্গলকোট), মঞ্জুরুল ইসলাম (বুড়িচং), কাজী মোঃ মোফাজ্জল হোসেন (চান্দিনা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সজিব (মুরাদ নগর), সহ-অর্থ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন শুভ (বুড়িচং), দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ (সদর দক্ষিন), সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব (নাঙ্গলকোট), প্রচার সম্পাদক মোঃ তারেক হোসেন (বরুড়া), সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ বিন হাসান (নাঙ্গলকোট), সমাজ কল্যান সম্পাদক এইচ আর হৃদয় (তিতাস), দূনীতি ও মাদক বিরোধী সম্পাদক সাইফুল ইসলাম মাহফুজ  চৌদ্দগ্রাম), ত্রাণ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ (বরুড়া), সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মোহন (লালমাই), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ সোহেল (নাঙ্গলকোট), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়েদ রোবেল (নাঙ্গলকোট), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মিয়াজী (নাঙ্গলকোট), ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন আলম (দাউদকান্দি), শিক্ষা বিষয়ক সম্পাদক আহামেদ ফয়সাল (বরুড়া), সহ- শিক্ষাবিষয়ক সম্পাদক কাউছার আলম (ব্রাক্ষনপাড়া), আইন বিষয়ক সম্পাদক সোলেমান সবুজ (নাঙ্গলকোট), ক্রিড়া বিষয়ক সম্পাদক রাসেল আহামেদ (লাকসাম), সহক্রিড়া বিষয়ক সম্পাদক আহামেদ ফেরদাউছ (ব্রাক্ষনপাড়া), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা (চৌদ্দগ্রাম), সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নোমান মজুমদার (চৌদ্দগ্রাম), মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ সন্ধ্যা  (দেবিদ্বার), সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা ঐশী (চৌদ্দগ্রাম), আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ফরহাদ মজুমদার (নাঙ্গলকোট), শামীম আহামেদ সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, গোলাম রহমান, কার্যনিবাহী সদস্য মোঃ সাজ্জাত হোসেন (বরুড়া), জাকির হোসেন (চৌদ্দগ্রাম), সাব্বির মাহমুদ, রেদোয়ান হাসান (নাঙ্গলকোট), হৃদয়ে কুমিল্লার উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী (নাঙ্গলকোট), সম্মানিত উপদেষ্টা যথাক্রমে কাজী নজির আহমেদ মামুন (নাঙ্গলকোট), মোঃ নাসির উদ্দিন (লালমাই), নিয়ামত উল্লাহ (সদর দক্ষিণ), মোঃ আমির হোসেন (সদর দক্ষিণ), মোঃ আবদুল হান্নান (আদর্শ সদর), মোহাম্মদ মনির হোসেন (বরুড়া), মিজানুর রহমান মিশু (লাকসাম), মোঃ ইয়াছিন (চৌদ্দগ্রাম), মোঃ খোরশেদ আলম (লালমাই) প্রমুখ। 

এই বিভাগের আরো খবর