মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

শনির আখড়ায় গ্যাস সংকটে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ

মোঃ আল-আমিন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় গ্যাস সংযোগের সংকট দূরীকরণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মহাসড়কের শনির আখড়া অংশে অবস্থান নেন। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে শনির আখড়া, মাতুয়াইল, মৃধাবাড়ি, কাজলা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ নেই। অথচ প্রতিনিয়ত গ্যাস বিল পরিশোধ করেও তারা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।

 

এলাকার একাধিক বাসিন্দা জানান, তারা বিভিন্ন সময়ে টিটাস গ্যাস কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাননি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,

“অনেকবার আন্দোলন করেছি। নেতারা আশ্বাস দিয়েছেন—গ্যাস আসবে, সমস্যা সমাধান হবে। কিন্তু এতদিনেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ করেছি।”

 

কাজলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,

“আমরা নিয়মিত বিল দিই, কিন্তু গ্যাস পাই না। বহু বছর ধরে ভোগান্তিতে আছি। এবার না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।”

 

এলাকাবাসীর দাবি, সিলিন্ডার ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থেই পাইপলাইনে ইচ্ছাকৃতভাবে গ্যাস কম রাখা হচ্ছে, যাতে মানুষ সিলিন্ডার কিনতে বাধ্য হয়।

 

বিক্ষোভস্থলে পুলিশ সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান, কিন্তু এলাকাবাসী সড়কে বসে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে প্রতি মিনিটে।

এই বিভাগের আরো খবর