রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব আল হাসান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ বোর্ড সভায় তাকে ভবিষ্যৎ দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্তের পর এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান তিনি।

 

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সাকিব বলেন, তিনি একটু ধীরেসুস্থে প্রতিক্রিয়া জানাবেন।

 

এর আগে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ফিটনেস, সময়মতো প্রাপ্যতা ও ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক কমিটি সাকিবকে দলে অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা করবে। প্রয়োজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিসিবি এনওসি দেবে।

 

বিসিবি আরও জানিয়েছে, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো সরকারিভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একটি বড় ব্র্যান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর