বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

শত বাধা পেরিয়ে বলিউড ও হলিউডে সফল প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫  

শত বাধা পেরিয়ে বলিউড ও হলিউডে সফল প্রিয়াঙ্কা চোপড়া

শুধু বলিউডেই নয়, হলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অসংখ্য বাঁধা পেরিয়ে তার উত্থানের গল্প আজ কোটি ভক্তের জন্য প্রেরণা।

বলিউডে শুরুর সংগ্রাম

২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় জিতে বিনোদন জগতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা। ২০০২ সালে হিন্দি ও তামিল সিনেমায় অভিনয় শুরু করলেও বলিউডে টিকে থাকা সহজ ছিল না।

তার ভাষায়—
“বলিউড একসময় বাইরের লোকদের জন্য একেবারেই বন্ধ ছিল। কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়া সুযোগ পাওয়া দুঃসাধ্য ছিল। তবু আমি হাল ছাড়িনি। আমি উচ্চাকাঙ্ক্ষী ছিলাম, ব্যর্থতা মেনে নিতে চাইনি, তাই লেগে থেকেছি।”

প্রযোজনায় পথচলা

সংগ্রামের অভিজ্ঞতা থেকেই ২০১৫ সালে গড়ে তোলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স। প্রিয়াঙ্কার মতে—
“আমি যে সুযোগ পাইনি, সেই সুযোগ অন্যদের দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান গড়েছিলাম।”

প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ছিল ভোজপুরি ভাষার “বাম বাম বল রহা হ্যায় কাশি” (২০১৬)। এরপর “ভেন্টিলেটর” (মারাঠি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। পাশাপাশি “পাহুনা: দ্য লিটল ভিজিটর্স” (২০১৮), “পানি” (২০১৯) সহ একাধিক ভাষার সিনেমা প্রযোজনা করেন তিনি।

বলিউড থেকে হলিউড

প্রিয়াঙ্কা শুধু প্রযোজকই নন, বরং অভিনয়ের মাধ্যমেও বিশ্ব জয় করেছেন। “দ্য স্কাই ইজ পিংক”“দ্য হোয়াইট টাইগার” এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে।

আসছে নতুন প্রকল্প

সম্প্রতি প্রিয়াঙ্কা শেষ করেছেন “সিটাডেল” সিরিজের দ্বিতীয় মৌসুমের শুটিং। সামনে তাকে দেখা যাবে ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত অ্যাকশন-ড্রামা “দ্য ব্লাফ” ছবিতে। এছাড়া ভারতীয় সিনেমায়ও ফিরছেন তিনি। এস. এস. রাজামৌলির আলোচিত “এসএসএমবি ২৯” ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

এই বিভাগের আরো খবর