সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪

প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০জন শিক্ষার্থী পেল বৃত্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

প্রয়াত শি¶ক প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ১০জন মেধাবী ও অসচ্ছল শি¶ার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের শি¶ক মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্য¶ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার। এসময় প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরা উপস্থিত থেকে শি¶ার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।


বক্তারা বলেন, প্রফেসর মুসলিমা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শি¶ক। শি¶ার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি আজও কলেজের সকলের কাছে স্মরণীয়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি ব্যবস্থা ভবিষ্যতেও চালু থাকবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শি¶ার্থীরা এমন উদ্যোগের জন্য
প্রয়াত শি¶কের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক - কর্মকর্তা, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্য¶ শহীদ উদ্দিন আল হাসান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ।

এই বিভাগের আরো খবর