সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য

তরুণকন্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

সাংবাদিকতা, চলচ্চিত্র অভিনয় ও উপস্থাপনায় বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সাংবাদিক ও চলচ্চিত্র অভিনেতা সুদীপ দেবনাথ (রিমন সূর্য)।


দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে তার উপস্থাপনা প্রশংসিত হয়েছে দর্শক ও সংশ্লিষ্ট মহলে। তার বহুমুখী প্রতিভা ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।


শনিবার, ৩০ জানুয়ারি রাজধানীর একটি থ্রি-স্টার হোটেলে অনুষ্ঠিত হয় South Asia Star Award 2026 উপলক্ষে জমকালো অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা, সাংবাদিক ও উপস্থাপক হিসেবে বিশেষ অবদানের জন্য সুদীপ দেবনাথ রিমন সূর্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী কবি, সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল মোহিত চৌধুরী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, কবি ও সমাজসেবক দেওয়ান মারুফ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ কামাল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি জ্যোতিময় মণ্ডল, ফ্যাশন ডিরেক্টর এডলফ খানসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া সাহিত্যিক পরিষদের সভাপতি আমজাদ হোসেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সুদীপ দেবনাথ রিমন সূর্য বলেন, এই স্বীকৃতি তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং আগামীর পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


চলচ্চিত্রাঙ্গনে তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ময়নার চর’ আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তিনি দর্শকদের সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানান। উল্লেখ্য, তিনি একুশে টিভির সাত পর্বের নাটক ‘বিয়ের বাতাস’, চলচ্চিত্র ‘ওয়ার্নিং’ (২০১২) ও ‘ঈসাখাঁ’ (২০২২)-এ অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য নাটক, বিজ্ঞাপনচিত্র ও ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। বহুল আলোচিত নাটক ‘ভাইজান টেনশনে আছে’-এ তার খল চরিত্রের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।


অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে সবুজ ধারা সিটি-এর নির্বাহী পরিচালক ও সিওও এম এ হালিম-কে South Asia Star Award 2026 প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক, অভিনেতা, ফ্যাশন ডিরেক্টর ও সাহিত্যিকদের সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ATN Bangla। স্পনসর হিসেবে সহযোগিতা করে সবুজ ধারা সিটি, দ্য এম্পিয়ার বে, দৈনিক স্বদেশ বিচিত্রা, গ্ল্যামার টাচ ফ্যাশন, দৈনিক যায়যায়কাল, সাপ্তাহিক কালধারা, স্বদেশ সাহিত্য পরিষদ, দৈনিক আজকের জেহাদসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এই বিভাগের আরো খবর