বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ফাঁস হলো আসল সত্য: কবে গাঁটছড়া বাঁধবেন এই দক্ষিণী জুটি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫  

দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত জুটি অভিনেত্রী রাশমিকা মান্দান্না এবং অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁদের গোপন সম্পর্ক ও বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা চলছে। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলেও, তাঁরা কখনওই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি। তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এই বিষয়ে প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা।

 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা ব্যক্তিগত সম্পর্কের এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।

 

 

সংবাদমাধ্যমে রাশমিকা বলেন,

"আমরা দুজনই আমাদের ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটা সময় পার করছি। বিয়ে বা এই ধরনের কোনো সম্পর্ক নিয়ে আপাতত ভাবার সুযোগ নেই। যখনই আমাদের দু'জনের জীবনে এমন বড় কোনো সিদ্ধান্ত আসবে, আমরা নিজেরাই সরাসরি ঘোষণা করব। গুজব ছড়ানো বন্ধ করুন।"

রাশমিকার এই মন্তব্যে একদিকে যেমন তাঁদের বিয়ের গুঞ্জনে সাময়িক ছেদ পড়ল, তেমনি অন্য দিকে তিনি অস্বীকার করেননি যে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে বেশি কিছু নেই। মূলত, তিনি এই মুহূর্তে কাজের প্রতি তাঁর মনোযোগের কথাই তুলে ধরেছেন।

 

 

রাশমিকা ও বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুরু হয় ব্লকবাস্টার হিট ছবি 'গীত গোবিন্দম' এবং 'ডিয়ার কমরেড'-এ তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে। এরপর থেকে তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে এবং ভ্রমণে একসঙ্গে দেখা যায়।

 

সম্প্রতি দুবাই বা মালদ্বীপে তাঁদের গোপন ছুটিতে যাওয়া নিয়েও খবর রটেছিল। অনুরাগীরা ধরে নিয়েছিলেন, তাঁরা হয়তো খুব শিগগিরই বিয়ের ঘোষণা দিতে চলেছেন। রাশমিকার এই স্পষ্ট জবাব আপাতত তাঁদের বিয়ের অপেক্ষায় থাকা ভক্তদের হতাশ করল।

এই বিভাগের আরো খবর