বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

যুক্তরাষ্ট্র আঘাত হানলে মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান!

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ঘিরে নতুন করে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। এই অঞ্চলে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে সরাসরি সতর্ক করে দেওয়া হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে ওই ঘাঁটিগুলোও পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হবে।

 

বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১৪ জানুয়ারি) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “তেহরান আঞ্চলিক দেশগুলোকে বলেছে সৌদি থেকে আরব আমিরাত, তুরস্ককে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা হবে। আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেন তারা ঠেকায়।”

 

এই সতর্কতার পটভূমিতে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে।

 

এরই মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কড়া ভাষায় বক্তব্য দেন। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান, নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে।”

 

ইরান সরকার বিক্ষোভ দমনে ব্যাপক দমন-পীড়নের আশ্রয় নিয়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনীর কঠোরতায় বর্তমানে বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা। তবে এমন পরিস্থিতিতেও ট্রাম্প নতুন করে বিক্ষোভ জোরদারের আহ্বান জানাচ্ছেন।

 

ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করেছেন। তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয়, ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মিগা-মেইক ইরান গ্রেট এগেইন)।”

এই বিভাগের আরো খবর