শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৭ ১৪৩২   ২১ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো দাবি-দাওয়া সামনে রেখে সড়কে বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

 

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় দুই হাজার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এসব আন্দোলনে রাবার বুলেট ব্যবহার করা হয়নি; কেবল টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।

মেট্রোরেলসংক্রান্ত আন্দোলন বিষয়ে তিনি আরও বলেন, “যেকোনো ধরনের আন্দোলন কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা সহিংসতা সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।”

 

অন্যদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যদি আইন না মানে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংশোধন আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে।

 

পোস্টাল ব্যালট বিষয়ে তিনি জানান, সরকারি কর্মকর্তা, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন। নিবন্ধনের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন, এবং অ্যাপল ব্যবহারকারীদের জন্য পরে উন্মুক্ত হবে।

 

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পোস্টাল ব্যালটের নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর, এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বর সম্পন্ন হবে।


 

এই বিভাগের আরো খবর