বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬  

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক মঙ্গলবার (৬ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে কোনো জাতিসংঘ পর্যবেক্ষক বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা নেই।

তিনি বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ স্বতঃসিদ্ধভাবে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তবে দেশের জাতিসংঘ অফিস যে কোনো টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।

 

ব্রিফিংয়ে এক প্রশ্নে দুজারিক বলেন, নির্বাচনে জনগণ যেন তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অবাধে প্রকাশ করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে সর্বাত্মকভাবে সমর্থন করবে।

 

এদিকে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মুখপাত্র জানান, তার প্রয়াণে জাতিসংঘ তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এই বিভাগের আরো খবর