সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫  

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এখন অভিনয় আর ব্যক্তিগত জীবনের এক দারুণ সন্ধিক্ষণে। একদিকে নতুন সিনেমা 'অটবী'-এর শুটিং, অন্যদিকে দীর্ঘদিনের প্রেমিক ও ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করার তোড়জোড়। সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই এই তারকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিয়ের তারিখ চূড়ান্ত না করলেও, তার প্রস্তুতির বিস্তারিত পরিকল্পনা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

 

 

বিয়ের তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও, মধুমিতা জানালেন বিয়ের পোশাক নিয়ে তার পরিকল্পনার কথা। বিয়ের দিন মধুমিতা ঐতিহ্যবাহী লাল রঙের বেনারসি পরবেন। তবে রিসেপশনে কী রঙের পোশাক পরবেন, তা নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। নিজে বাঙালি খাবারের ভক্ত হওয়ায় বিয়ের মেনুতে চিংড়ি এবং পাঁঠার মাংস (মটন) অবশ্যই রাখছেন। ডেজার্টে তাঁর প্রিয় নলেন গুড়ের কোনো পদও থাকছে।

 

 

আগামী সপ্তাহ থেকেই অভিনেত্রীর বাড়িতে শুরু হয়ে যাবে বন্ধুদের ও আত্মীয়স্বজনের আয়োজনে 'আইবুড়োভাত' পর্ব। মধুমিতা হাসতে হাসতে জানান, আইবুড়োভাতে তাঁর পাতে ভেটকি মাছের পাতুরি, মটন বিরিয়ানি বা পোলাও-মাংস—এই তিনটির মধ্যে কিছু একটা থাকলেই তিনি খুশি।

তবে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে তিনি সচেতন। তিনি বলেন, "আমার তাড়াতাড়ি মুখ ফুলে যায়। শেষে বিয়ের দিন ছবিতে ভালো লাগবে না। তাই বুঝে খেতে হবে।"

 

 

বর্তমানে মধুমিতা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা 'অটবী'-এর শুটিং করছেন। এই নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রটি তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে। শুটিং এবং বিয়ের প্রস্তুতি একসঙ্গে সামলানো প্রসঙ্গে তিনি বলেন, পরিবার এবং কাজের দুই তরফ থেকেই তিনি অনেক সাহায্য পাচ্ছেন। পরিবারের সহযোগিতা ছাড়া এই ব্যস্ত সময়ে সব কিছু সামাল দেওয়া তাঁর পক্ষে সম্ভব হতো না বলেও তিনি স্বীকার করেন।

 

যদিও ২৩ জানুয়ারি তাঁর বিয়ের তারিখ নিয়ে জল্পনা ছড়াচ্ছে, মধুমিতা জানান, তারিখ বা বিয়ের স্থান—কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু বেশি দিন বাকি নেই, তাই সময় পেলেই কেনাকাটা সারছেন তিনি। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তারা তাঁদের প্রিয় নায়িকাকে বধূবেশে দেখতে পাবেন।

এই বিভাগের আরো খবর