বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১

মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে ইরানের দিকে দ্বিতীয় নৌবহর মোতায়েন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে।

 

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।”

 

এর আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের নৌবহর অবস্থান করছে, যা আকারে ভেনেজুয়েলার নিকটে মোতায়েন নৌবহরের চেয়েও বড়। ট্রাম্প জানিয়েছেন, সেই নৌবহরের পাশাপাশি আরেকটি নৌবহরও ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

 

ইরানের দিকে নৌবহর পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন ছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

 

ট্রাম্প আরও বলেন, “ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। আমি জানি, তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা কথা বলতে আগ্রহী।” তবে দ্বিতীয় নৌবহরের বিস্তারিত নৌযান বা যুদ্ধজাহাজের তথ্য এখনও প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এই বিভাগের আরো খবর