মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

 বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে আজ ২৬ জানুয়ারি ২০২৬’ তারিখ রোজ সোমবার বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের প্রধান কার্যালয় ১২১/৩ তেজকুনি পাড়া, বিজয় সরণী সংলগ্ন ঢাকা তে স্বতন্ত্র প্রার্থীদের ওপর ভয়ভীতি, হয়রানি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও সকল স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৃথক দুটি পত্রের মাধ্যমে দেশে চলমান নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি প্রদর্শন, নানাবিধ হয়রানি এবং হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকার ও নির্বাচন কমিশন যদি স্বতন্ত্র প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনের মাঠে টিকে থাকা ও অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে।


এছাড়াও বিষয়টি নিয়ে জরুরি আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইং আবেদন জানানো হয়েছে।
সাক্ষাৎপ্রার্থী প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, 

 

১.আলহাজ মোঃ আব্দুর রহিম, চেয়ারম্যান ও সমন্বয়কারী, 
২. ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদীন, রংপুর-৪ (ঘোড়া মার্কা), 
৩. মোহাম্মদ গোলাম মোস্তফা, শরীয়তপুর–১ (ঘোড়া মার্কা), 
৪. কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট-৪ (হরিণ মার্কা), 
৫. আইনিন নাহার নিপা, টাঙ্গাইল-৩ (হাস মার্কা), 
৬. ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট-১ (মোরলগঞ্জ) (ঘোড়া মার্কা), 
৭. রাশেদুজ্জামান বুলবুল বরগুনা ২
(জাহাজ মার্কা), 
৮. সাহারুন জামান (মূখপাত্র ), বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

 

উক্ত সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন, স্বতন্ত্র প্রার্থী, বাগেরহাট-৪ (হরিণ মার্কা) বলেন, “স্বতন্ত্র প্রার্থীরা আজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। ভয়ভীতি, হামলা ও প্রশাসনিক হয়রানির মাধ্যমে আমাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চাই।”


উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও প্রধান সমন্বয়কারী আলহাজ মোঃ আব্দুর রহিম “স্বতন্ত্র প্রার্থীদের ওপর যে নিরাপত্তা হুমকি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।”

এই বিভাগের আরো খবর