রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ট্রাম্প-মাচাদোকে হতাশ করলো নরওয়েজিয়ান ইনস্টিটিউট

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তার পুরস্কারকে অন্য কারও কাছে হস্তান্তর, ভাগাভাগি বা প্রত্যাহার করতে পারেন না। ভেনেজুয়েলার বিরোধী নেতা কোরিনা মাচাদো ২০২৫ সালে প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার ইঙ্গিত প্রকাশ করার পর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এ কথা জানিয়েছে।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে থাকে এবং পুরস্কারের চূড়ান্ততা নিশ্চিত করে।

 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নোবেল ফাউন্ডেশনের বিধিবিধান অনুযায়ী পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এছাড়া পুরস্কার দেওয়ার পর বিজয়ীর কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো মন্তব্য করে না।

 

গত শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে জানিয়েছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

 

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দেওয়া হলে তা হবে ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তবে তিনি নিশ্চিত করেছেন, এখনো এরকম কোনো ঘটনা ঘটেনি।

 

ট্রাম্প দীর্ঘদিন ধরে নিজের কূটনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে নোবেল শান্তি পুরস্কার জেতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি বলেছেন, ওয়াশিংটনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে যদি মাচাদো তাকে পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন, তবে তিনি তা গর্বের সঙ্গে গ্রহণ করবেন।

এই বিভাগের আরো খবর