বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২০ ১৪৩২   ১৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

মতিঝিলে নতুন নোটের সিন্ডিকেট: ৫৮০ টাকায় কিনে ৬০০ টাকায় বিক্রি

নাজমুল হুদা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫  

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছেড়েছে। তবে সাধারণ গ্রাহকরা ব্যাংকের কাউন্টার থেকে এই নোট সহজে না পেলেও, মতিঝিল এলাকার ফুটপাতে চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। ৫০০ টাকা মূল্যমানের প্রতিটি নতুন নোটের জন্য বিক্রেতারা ৬০০ টাকা হাঁকছেন।

 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তারা সরাসরি সাধারণ গ্রাহকের হাতে নোট দিচ্ছে না; বরং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই নোট গ্রাহক পর্যায়ে পৌঁছানো হচ্ছে। এই সুযোগে খোলাবাজারে নোটটির কৃত্রিম সংকট ও বাড়তি দামের প্রবণতা দেখা গেছে।

 

 

আজ বিকেল পর্যন্ত মতিঝিলের খোলাবাজারে হাতেগোনা কয়েকজন বিক্রেতার কাছেই নতুন নোট দেখা গেছে।

 

  • দাম: ১০ জন বিক্রেতার মধ্যে মাত্র দুজনকে এই নোট বিক্রি করতে দেখা যায়। তাঁরা জানান, প্রতিটি নোট সংগ্রহ করতে তাঁদের ৫৮০ টাকা খরচ হয়েছে, তাই তাঁরা ৬০০ টাকার নিচে বিক্রি করছেন না।

  • চাহিদা: সাধারণত ঈদের সময় নতুন নোটের চাহিদা থাকে। তবে নকশা পরিবর্তনের কারণে এই সময়েও সাধারণ মানুষের মধ্যে নোটটি নিয়ে কৌতূহল দেখা গেছে।

 

 

প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও, নতুন এই নোটে তা বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে স্থান পেয়েছে জাতীয় ঐতিহ্য ও স্থাপনা।

 

  • সম্মুখভাগ: ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা।

  • পেছনভাগ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

  • স্বাক্ষর: নোটে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে।

  • নিরাপত্তা: নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ এবং ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য স্পষ্ট।

 

ফুটপাতের বিক্রেতারা জানান, তাঁদের মূল ব্যবসা মূলত ছেঁড়া-ফাটা নোট কেনাবেচা হলেও, নতুন নোটের প্রতি মানুষের আগ্রহ থাকায় তাঁরা বাড়তি লাভের আশায় এটি সংগ্রহ করেছেন।

এই বিভাগের আরো খবর