সোমবার   ২৪ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১০ ১৪৩২   ০৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

মার্কিন সহায়তায় ‘জীবন বাঁচছে’ বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামরিক সহায়তা ইউক্রেনীয়দের জীবন রক্ষা করছে। রোববার টেলিগ্রামে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের দেওয়া জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পক্ষে বড় সহায়ক এবং এর জন্য তিনি যুক্তরাষ্ট্র, মার্কিন জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।

 

এ বক্তব্য আসে ঠিক তার আগে, যখন ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন যে ইউক্রেন তাদের প্রতি ‘কোনো কৃতজ্ঞতা দেখায়নি’। প্রায় চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মানবিক পরিস্থিতির প্রসঙ্গও তোলেন তিনি।

 

এদিকে, জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক চলছে। এতে ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অংশ নিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ফলপ্রসূ বৈঠক হিসেবে উল্লেখ করেছেন।

 

জেলেনস্কি বলেন, শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে যুদ্ধ না ফিরে আসে।

তবে আলোচনায় থাকা প্রস্তাব—পূর্বাঞ্চলের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়া ও সেনাবাহিনী ছোট করা—ইউক্রেন মেনে নিতে নারাজ। এসব শর্তকে কিয়েভ ‘আত্মসমর্পণের সমান’ বলেই মনে করছে।

 

এই বিভাগের আরো খবর