মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৮

সারাদেশে ধর্ষণ হত্যার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

গাজীপুরের টঙ্গীতে সারাদেশে ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার সকাল ১১ টায় টঙ্গীর ষ্টেশনরোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন পালিত হয়।

উক্ত মানববন্ধনে জসিম মাদবরের তত্তাবধানে আরো উপস্থিত ছিলেন, লোকমান হোসাইন, মো আলমগীর, বিলাল হোসেন, মুন্না খাঁন, আশরাফুল খাঁন বাইতুল, শাহরিয়ার ইমন, মো সোহেল, কায়সার আহমেদ, শরিফ পাঠান, শাহিন হোসেন সহ প্রমুখ 

এ সময় বক্তারা বলেন, সারাদেশে শিশু থেকে বৃদ্ধারা আজ নরপশুদের লালসার শিকার হচ্ছে। আইনের ফাঁক গলে অপরাধীরা ফিরে আসতে পারায় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সদাশয় সরকার ধর্ষণকারী-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর করতে পারলে অপরাধ নির্মূল সম্ভব হবে।

উল্লেখ্য, সিলেটের এমসি কলেজ এ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

এই বিভাগের আরো খবর