সংকটের মধ্যেও কাগজ শিল্পের ব্যবসা রমরমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৩
• বসুন্ধরা পেপারের ৯ মাসে প্রকৃত বিক্রি হাজার কোটি টাকা
• কাঁচামালের দাম কমলেও বেড়েছে কাগজের দাম
করোনার পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এ মন্দার কারণে দেশ-বিদেশের শিল্প-কারখানাগুলো যখন সংকট অবস্থা পার করছে, ঠিক সেই সময়ে দেশের কাগজ শিল্পে চলছে রমরমা ব্যবসা। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মুনাফা বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের।
শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানগুলোর। দেশের পুঁজিবাজারে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, তিন কারণে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ভালো হয়েছে। প্রথমত, করোনার পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী ডলার সংকট তৈরি হয়েছে; এ কারণে কাগজ ও মুদ্রণ জাতীয় পণ্যের কাঁচামালের দাম বেড়েছে। তখন বাংলাদেশের এসব পণ্যের বাজারে দাম ইচ্ছা মতো বাড়ানো হয়েছে।
দ্বিতীয়ত, করোনার প্রভাব কমার পর চলতি অর্থবছরের শুরু থেকে দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ফলে খাতা ও কাগজের চাহিদা বেড়েছে, বেড়েছে আগের চেয়ে বেশি দামে বিক্রির পরিমাণও। অপরদিকে, বিশ্ববাজারে কাগজের কাঁচামালের দাম কমেছে কিন্তু বাংলাদেশের বাজারে দাম কমেনি। কোম্পানিগুলো আগের দামেই কাগজ বিক্রি করছে।
তৃতীয়ত, প্রতিকূল পরিবেশেও গ্রাহকদের চাহিদা অনুসারে কাগজের ধরন পাল্টেছে। পাশাপাশি নতুন পণ্য যেমন নানা ধরনের টিস্যু, এয়ার ফ্রেশনার এবং প্রসাধন পণ্যেও বৈচিত্র্য এসেছে। এসব কারণে ব্যবসা রমরমা এবং মুনাফাও বেড়েছে প্রায় দ্বিগুণ।
দেশে কাগজ ও মুদ্রণ খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি ২০২২-২৩ অর্থবছরে কর-পরবর্তী মুনাফা করেছে এক হাজার কোটি টাকার বেশি। তারই পথে হাঁটছে মাগুরা গ্রুপের দুই প্রতিষ্ঠান বাংলাদেশ মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
এদিকে, প্রাণঘাতী করোনার কারণে লোকসানে নিমজ্জিত থাকা হাক্কানি পাল্প কোম্পানি ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে লোকসান কমিয়ে এনেছে। ব্যবসা ভালো হওয়ার সুবাদে এখন মুনাফার আলো দেখতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। বাকি প্রতিষ্ঠানগুলোতেও একই অবস্থা বিরাজ করছে।
কর্তৃপক্ষরা জানাচ্ছেন, কাগজের দাম বাড়ার পাশাপাশি নতুন পণ্য যেমন নানা ধরনের টিস্যু, এয়ার ফ্রেশনার ও প্রসাধন পণ্যের দাম বাড়ানো হয়েছে। এ অর্থ মুনাফায় যোগ হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে। মুনাফা বাড়ায় সরকার এ খাত থেকে রাজস্ব বেশি পাচ্ছে। বছর শেষে প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডাররা লভ্যাংশ বেশি পাবেন।
দেশের পুঁজিবাজারে বর্তমানে কাগজ ও মুদ্রণ খাতে ছয়টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছ। নিয়ম অনুসরণ করে এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা হলো- বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলিস লিমিটেড।
এছাড়া আরও দুটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। তারা হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সোনালী পেপার ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন (অক্টোবর ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩, ছয় মাস সময়ের) প্রকাশ করেনি। অন্যদিকে, খুলনা পেপার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
বসুন্ধরা পেপার
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বসুন্ধরার পেপারের তৃতীয় প্রান্তিকে পণ্য বিক্রি হয়েছে ১০০৭ কোটি ৫৯ লাখ টাকার। এর মধ্যে দেশীয় বাজারে বিক্রি হয়েছে ৯৬৭ কোটি ৭৩ লাখ টাকার পণ্য। ১০৭ কোটি ৪ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশের বাজারে বিক্রি বেড়েছে ২৮ শতাংশ, দেশি বাজারে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ।
হাজার কোটি টাকার বিক্রির মধ্যে বসুন্ধরা পেপার শুধু কাগজ পণ্য বিক্রি করেছে ৩৯০ কোটি ৮১ লাখ টাকার। টিস্যু পণ্য বিক্রি করেছে ৪২৭ কোটি ৩৫ লাখ টাকার। এ দুই ধরনের পণ্যে ১৮ ও ৩২ শতাংশ বিক্রি বেড়েছে।
এছাড়া ডায়াপ্যান্ট, ডায়াপার, ন্যাপকিন, বেবি ওয়াইপ, ওয়েট টিস্যু, ফেস মাস্ক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াইপসের মতো স্বাস্থ্যকর পণ্য বিক্রি ১৮ শতাংশ কমে ১৩৪ কোটি ৭৩ লাখ হয়েছে। তবে, এবার এয়ার ফ্রেশনার ও টয়লেট্রিজ পণ্য বিক্রি হয়েছে ১০ কোটি টাকার বেশি।
জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ সাল পর্যন্ত মোট নয় মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৯ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৬৫৬ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ৫১ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে মুনাফা ছিল ২৫ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ২৪৯ টাকা।
এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ ২০২৩, তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে আট কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৬৩৪ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল সাত কোটি ৮২ লাখ ৬ হাজার ১৪৮ টাকা।
ব্যবসা বাড়লেও ঋণ পরিশোধ ও অন্যান্য খাতের খরচ বাড়ায় নিট আয় কমেছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে বসুন্ধরা পেপার মিলসের মহাব্যবস্থাপক এম মাজেদুল ইসলাম বলেন, করোনার সময় বিক্রি কম হয়েছে। তবে করোনার পর চাহিদা ও বিক্রি বেড়েছে।
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গত বছর পণ্যের দাম বাড়ানো হয়, যা রাজস্বে প্রতিফলিত হয়। এছাড়া এ সময়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি বেড়েছে।’
‘এ-ফোর/এ-থ্রি, ব্যায়াম বই ও প্যাকেজিং পেপারের মতো পণ্য বিক্রি থেকে মুনাফা আসত, কিন্তু ২০২০ সালে করোনায় টিস্যু ও স্বাস্থ্যকর পণ্য বিক্রি বেড়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘চলতি বছর ফেসিয়াল, পেপার ন্যাপকিন, ওয়ালেট টিস্যু, টয়লেট টিস্যু, কিচেন টাওয়েল ও হ্যান্ড টাওয়েলের মতো টিস্যু পণ্য বিক্রি বাবদ গত বছরের চেয়ে আয় অনেক বেশি হয়েছে।’
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি
তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা মুনাফা হয়েছে এক টাকা ৬৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ছিল এক টাকা ৫৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে আট পয়সা করে।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৭৯ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরে ছিল দুই টাকা ৭২ পয়সা। অর্থাৎ ৭৭ শতাংশ মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানটির।
একই গ্রুপের অপর প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ২৫ পয়সা করে। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৮৬ পয়সা।
অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ২০২৩ সালের একই সময়ে মুনাফা বেড়েছে ৩৯ পয়সা করে।
২০২২-২৩ অর্থবছরের তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা চার পয়সা। যা এর আগের বছর ছিল দুই টাকা ৯৭ পয়সা। অর্থাৎ নয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বেড়েছে সাত পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের ব্যবসা বেড়েছে ১৩৫ শতাংশ। ফলে তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২৩ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ২০ পয়সা লোকসান থেকে আয় ১২ পয়সা, অর্থাৎ মুনাফায় ফিরেছে প্রতিষ্ঠানটি।
সবমিলিয়ে চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটির তিন প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭০ পয়সা। সেখানে আগের বছর একই সময়ে ছিল এক টাকা ছয় পয়সা।
এদিকে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন ৯ মে পর্যন্ত প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির ২০২২ সালের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ছয় পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৯৬ পয়সা। অর্থাৎ প্রতিষ্ঠানটির ব্যবসা ভালো হওয়ায় শেয়ারপ্রতি এক টাকা ৯০ পয়সা করে লোকসান কমিয়ে এখন মুনাফার অপেক্ষায় রয়েছে।
খুলনা প্রিন্টিং-এর মতো অপর প্রতিষ্ঠান সোনালী পেপার ৩১ এপ্রিলের মধ্যে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। নিয়ম অনুযায়ী, একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার পর তার ত্রৈমাসিক আর্থিক বিবরণী ঘোষণা করার জন্য এক মাস সময় পায়। প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকেরও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
তবে, সোনালী পেপার চলতি অর্থবছরে প্রথম প্রান্তিক প্রকাশ করেছে। তাতে দেখানো হয়েছে, প্রতিষ্ঠানটি ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে তিন টাকা চার পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা।
- প্রয়াত প্রফেসর মুসলিমা খাতুনের স্মরণে ১০জন শিক্ষার্থী পেল বৃত্তি
- চাঁপাইনবাবগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন
- কানাডায় মঞ্চ মাতালেন নুসরাত ফারিয়া
- জামায়াতের ‘মজবুত সমঝোতা’য় যোগ দিল এলডিপি ও এনসিপি
- দেশ`কে অস্থির করে তুলার জন্য কিছু লোক পিছন থেকে কাজ করছে :ফখরুল
- হামাসে অর্থ পাঠানোর অভিযোগে ইতালিতে অভিযান, গ্রেফতার ৯
- ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান ও জাইমা রহমান
- হাদি হত্যা মামলার প্রতিবেদন ১০ দিনের মধ্যে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মৌলভীবাজারে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- সজল আলী ও হামজা সোহাইলের বিয়ের গুঞ্জন: উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা
- সালমানের ৬০তম জন্মদিনে সাবেক প্রেমিকা ক্যাটরিনার আবেগঘন বার্তা
- বিপিএলে দুঃসংবাদ: অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম
- জামায়াতের সঙ্গে জোট কি চূড়ান্ত?
- দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
- হাদি হত্যা: ভারতে ২ সহায়তাকারী গ্রেপ্তার, চার্জশিট আসছে ১০ দিনের
- বিশ্বরেকর্ড গড়ে বছর শেষ করলেন মিচেল স্টার্ক
- খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, পার করছেন সংকটময় মুহূর্ত
- জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি
- ৫ বছর পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ
- দেশজুড়ে হাড়কাঁপানো শীত: যশোরে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
- ১৬ বছর পর ফিরল জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
- চাঁপাইনবাবগঞ্জে গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশি আটক
- চাবাগান শ্রমিকরা শীতের দাপটে মানবেতর জীবনযাত্রা
- থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন যুদ্ধবিরতি কার্যকর
- ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
- অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- মিডিয়াকে বিদায় জানালেন লুবাবা: এখন থেকে চলবেন নেকাবে
- ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে হামলা: ইট-পাটকেলে আহত ২৫
- টঙ্গীতে
মাদক কারবারি ফারুক হোসেন গ্রেফতার, ৫০ পিস ইয়াবা উদ্ধার
- সেবার মান বাড়াতে রেড ক্রিসেন্ট নির্বাচনে লড়ছেন শিক্ষাবিদ মিলু
- রিফান্ড করা হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা
- নির্বাচনে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইলেন এসপিরা
- বিএনপির আসন ছাড়: আরও ১০ আসনে মিত্রদের প্রার্থী ঘোষণা
- বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব
- সকালে পেলেন বিএনপির মনোনয়ন, বিকেলে আদালতের নিষেধাজ্ঞা
- বুটেক্সে ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ
- বিয়ের পিঁড়িতে বসার আগে ‘ব্যাচেলর হানিমুন’
- নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য
- ‘ওর একজন স্থায়ী বান্ধবী থাকা দরকার’
- ৪ আসনে জমিয়তের সঙ্গে বিএনপির সমঝোতা
- চাঁপাইনবাবগঞ্জে গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বড়দিনে আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর নতুন তিন পর্ব
- ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
- যাঁদের চিহ্নিত করা যাবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাযায় গ্রেপ্তার ৯
- এমআরইউ`র নেতৃত্বে নাঈম-মিসবাহ পরিষদ
- বিশ্বজুড়ে বাংলাদেশের জ্ঞান ও উন্নয়ন নিশ্চিত করবে বিডিপিএফ
- উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে কি না, জানালেন সচিব
- ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে জাতীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সাইফুল
- ভাবির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি
- টাকার মান কমানো হবে না: অর্থমন্ত্রী
- পেঁয়াজের দাম বাড়ছেই!
- দেশে ছাগল কমে গরুর সংখ্যা বেড়েছে
- বিনা সুদে ১১৯৯ টাকার কিস্তিতে নতুন প্রাইভেট কার !
- তিন কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
- ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট
- আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
- ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
- গোপন পিন ও এটিএম কার্ড ছাড়াই টাকা মিলবে বুথে
- শিগগিরই পেঁয়াজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে: শিল্পমন্ত্রী
- আগামী ১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
- বিটিআরসিকে ২০০ কোটি টাকা দেবে গ্রামীনফোন
- প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
- বিক্রি বেড়েছে ‘মুক্তা’ পানির
