শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫  

সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) এই বর্বরোচিত হামলায় অন্তত আটজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

 

 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হোমস শহরের ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে মসজিদের ভেতরের দেয়াল পুড়ে কালো হয়ে গেছে এবং জানালার সব কাচ চূর্ণবিচূর্ণ হয়ে পড়েছে। প্রকাশিত ছবিতে মসজিদের কার্পেটে ছোপ ছোপ রক্তের দাগ এই হামলার ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে।

 

 

সিরিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, মসজিদের ভেতরে আগে থেকেই একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস (IED) গোপনে পুঁতে রাখা হয়েছিল। চরমপন্থি গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে তারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনও মূল হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে:

“এই কাপুরুষোচিত হামলা মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর এক নগ্ন আঘাত। এই ঘৃণ্য কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করা।”

উল্লেখ্য, এর আগেও সিরিয়ার বিভিন্ন শহরে জনাকীর্ণ স্থান ও ধর্মীয় উপাসনালয়ে আইএসের মতো চরমপন্থি গোষ্ঠীগুলো আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। এই হামলার পর পুরো হোমস শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর