রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

ঢাকায় আকি আবে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।

 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে অধ্যাপক ইউনূসের আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং সাক্ষাতে দু’পক্ষই পারস্পরিক স্মৃতিচারণ করেন।

 

ব্রিফিংয়ে জানানো হয়, আকি আবে প্রধান উপদেষ্টার নির্বাচন-পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। অধ্যাপক ইউনূস তাকে  জানিয়েছেন, তিনি তিনটি মূল ক্ষেত্রে কাজের পরিকল্পনা রাখছেন।

 

প্রথমত, ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো যায়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ পেতে পারবেন।

 

দ্বিতীয়ত, তরুণদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

উপ-প্রেস সচিব আরও জানান, অধ্যাপক ইউনূস আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাবেন। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

 

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর