রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান ও জাইমা রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শায়রুলের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে।

 

এর আগে ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান। সেদিনই বিএনপি জানায়, তিনি ভোটার হচ্ছেন এবং এনআইডির জন্য সব প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে।

 

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ) ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমান এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

 

২০০৭-০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় সেই সময় তারেক রহমান ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। পরে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন। তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্ট ঠিকানায় ভোটার তালিকায় নিবন্ধিত হন।

 

এই বিভাগের আরো খবর