সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

আগামী ৫ দিনে শুষ্ক আবহাওয়া, কুয়াশা ও হালকা বৃষ্টির পূর্বাভাস

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর আগামী পাঁচ দিনে শীতের প্রভাব থাকবে, তবে তাপমাত্রা কখনো কমবে, কখনো বাড়বে আবার কখনো অপরিবর্তিত থাকবে। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, “আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এ সময়ের মধ্যে বুধবার রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।”

 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য হ্রাস পেতে পারে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, “উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।”

 

উল্লেখিত পাঁচ দিনের মধ্যে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তাই সারা দেশে অপেক্ষাকৃত স্থিতিশীল শুষ্ক আবহাওয়া থাকবে।

এই বিভাগের আরো খবর