ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৬

শরিয়তপুরে মুক্তিপনের টাকা না পেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রকে হত্যা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুন ২০২০  

পুলিশ সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ জুন বিকালে শাকিলকের সমবয়সী এক বন্ধু ক্রিকেট খেলার কথা বলে বাড়িথেকে ডেকে নিয়ে যায়। পরে শাকিলের বাবাকে ফোনকরে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। দরিদ্রবাবা টাকা জোগার করতে না পেরে পুলিশের আশ্রয় নিলে, শাকিলকে স্বাশরোধে হত্যা করে পার্শ্ববর্তি ইউনিয়নের একটি ফাকা স্থানের মাটির নিচে পুতেরাখে।

মোবাইল ট্রাকিংএর মাধ্যমে পুলিশ ২ আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত আসামীদের তথ্যমতে গত  ২৭ জুন গভীর রাতে পার্শ্ববর্তী ইউনিয়নের একটি ফাঁকা স্থানের মাটির নিচের গর্ত থেকে শাকিল এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাকিল পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী কালাই মাদবর কান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে।

এ বিষয়ে শাকিলার বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে।

বিষয়েটি শরীয়তপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ বিস্তারিত জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ও অন্যান্য পুলিশ।

এই বিভাগের আরো খবর