বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৯ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন রিজভী

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

রিজভী বলেন, “যিনি নিজের দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপস করেননি, তাঁর প্রতি মানুষের ভালোবাসা থাকাটা স্বাভাবিক। আজ সেই ভালোবাসার প্রকাশ সবাই দেখছে।”

 

এদিন তিনি আরও দাবি করেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনজুড়ে কখনো কখনো অন্যায় চাপ সহ্য করতে হয়েছে, কিন্তু দেশের স্বার্থে তিনি অনেক কিছু মেনে নিয়েছেন। বিশেষ করে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সংকট তৈরি হলে খালেদা জিয়া সরকার গঠন করেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন—যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে।

 

রিজভীর অভিযোগ, “যারা অতীতে সহিংসতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তারা ক্ষমতায় এসে সেটি বাতিল করেছে। শেখ হাসিনা জনগণের ওপর আস্থা না রেখে নিজের মত অনুযায়ী দেশ পরিচালনা করেছেন।” তিনি দাবি করেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ‘সেই অবিচারের ধারাবাহিক ফল’।

 

দোয়া মাহফিলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

এই বিভাগের আরো খবর