রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, পদত্যাগ সরকারের সিদ্ধান্তে

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং ঢাকা থেকেই প্রার্থী হবেন। তবে উপদেষ্টা পরিষদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

আসিফ মাহমুদ বলেন, “যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, তাই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি। ভোট যেন অপচয় না হয়, সে জন্যই এই উদ্যোগ। আগে ভোটার হলেও কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার যেন দিতে পারি, সেই চেষ্টাই করছি।”

 

কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হওয়ার। ভবিষ্যতে দেখা যাক কী হয়।”

 

বিএনপি এখনো ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করেনি। এ বিষয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, “আমার সঙ্গে কোনো দলের আলোচনা হয়নি। কেউ আসন ফাঁকা রাখল কি না, সেটা আমার জানার বিষয় নয়। আমি নিজের সিদ্ধান্ত এককভাবে নেব।”

তিনি আরও জানান, সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকাতেই থাকার পরিকল্পনা তাঁর রয়েছে। “নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত, তবে পদত্যাগের সময় নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর,” বলেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই সরকার সিদ্ধান্ত নেবে। এখনই কিছু বলার সময় আসেনি।”

তিনি আরও বলেন, “এই সরকারের তিনটি লক্ষ্য ছিল—সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর। তিন ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। বিচার সংক্রান্ত বড় পদক্ষেপ এ মাসের মধ্যেই দেখা যাবে। সংস্কার কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সব পক্ষের সহযোগিতা চাচ্ছে।”

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা চাই, নারীদের নিরাপত্তা ও মর্যাদা সব ক্ষেত্রে নিশ্চিত হোক। প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিকেল পৌনে চারটার দিকে আসিফ মাহমুদ যখন ধানমন্ডি থানা কার্যালয়ে পৌঁছান, তখন তাঁর সমর্থক কিছু তরুণ স্লোগান দিতে থাকেন—“ঢাকা ১০-এর মাটি, আসিফ ভাইয়ের ঘাঁটি।” আবেদন জমা দেওয়ার পরও তাঁকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস অব্যাহত ছিল।
 

এই বিভাগের আরো খবর