বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬  

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থাকলেও এখন তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্কও ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

প্রেস সচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তে দেশীয় মোবাইল ফোন শিল্প আরও প্রসার লাভ করবে। বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে এনে অল্প মেরামত করে বিক্রি করা হয়, এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও বড় অঙ্কের রাজস্ব হারায়। নতুন শুল্ক কাঠামোর ফলে দেশীয় মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে দামে স্থিতি আসবে বলে আশা করা হচ্ছে।

 

বই বিতরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষকদের পরামর্শে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।

 

এসময় উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এখন পর্যন্ত মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইও নির্ধারিত সময়ের মধ্যেই বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এই বিভাগের আরো খবর