রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৩ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

জবি দর্শন বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান আধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ৩(তিন) বছরের জন্য অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান কে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

 

রবিবার ( ১৪ ডিসেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ সম্পন্ন করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম এর মেয়াদ ১৪/১২/২০২৫ ইং তারিখে ০৩(তিন) বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫- এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য দর্শন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই আদেশ ১৫/১২/২০২৫ তারিখ হতে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 

এই বিভাগের আরো খবর