বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫

যাঁদের চিহ্নিত করা যাবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫  

দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দুপুরে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রেস সচিব।

 

 

গত বৃহস্পতিবার রাতে উগ্রপন্থী সন্ত্রাসীদের সংগঠিত হামলার শিকার হয় প্রথম আলো ও ডেইলি স্টার। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকেও হেনস্তা করা হয়। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন:

“ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও দেখে এবং ছবি দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক আলামত পাওয়া গেছে এবং মামলা হয়েছে। আরও যাঁদের চিহ্নিত করা যাবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে।”

 

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সরকার এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সবকটি নিরাপত্তা সংস্থা এ নিয়ে কাজ করছে।

অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার নৃশংস ঘটনাটি উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। প্রেস সচিব বলেন:

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ইতিমধ্যে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেছেন। পুরো সরকার দীপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে ‘দ্রুত বিচার আইনে’।

 

 

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম আরও স্পষ্ট করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।

সরকারের এই বার্তা থেকে স্পষ্ট যে, গণমাধ্যমের ওপর হামলা কিংবা গণপিটুনির মতো আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে।

এই বিভাগের আরো খবর