বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, মামলা দায়ের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬  

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও থানায় তার স্ত্রী সুরাইয়া বেগম ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

 

আজিজুর রহমান মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে কাওরান বাজারের সুপারস্টার হোটেলের দ্বিতীয় তলায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সুফিয়ান বেপারী মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন মুছাব্বির। আনুমানিক ৮টা ২০ মিনিটে তারা তেজতুরী বাজার এলাকায় আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

 

গুলিতে মুছাব্বিরের ডান হাতের কনুই ও পেটের ডান পাশে আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে মাসুদকেও পেটের বাঁ পাশে গুলি করা হয়। 

 

গুরুতর আহত অবস্থায় মুছাব্বিরকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত মাসুদ চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর