রোববার   ২৪ আগস্ট ২০২৫   ভাদ্র ৮ ১৪৩২   ২৯ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮০

বেনাপোল দিয়ে ১৯ দিনে ভারতে গেল ১ হাজার টন ইলিশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রফতানি হয়েছে ১০ লাখ কেজি (১ হাজার টন) ইলিশ, যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার। গত ১৯ দিনে (৩ অক্টোবর পর্যন্ত) এই মাছ ভারতে রফতানি হয় বলে বেনাপোল কাস্টমসের একটি সূত্র জানিয়েছে। 

দুর্গাপূজাসহ বাণিজ্যকে আরও গতিশীল করতে বন্ধুপ্রতিম দেশ ভারতে ১৪৪৫ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৪ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। প্রতি কেজি ইলিশ রফতানি করা হচ্ছে ১০ ডলারে।  

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ভারতে ইলিশ রফতানি হওয়ায় অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

এই বিভাগের আরো খবর