শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৭ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬  

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত না বাড়ানোর জন্য সতর্ক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, তাহলে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে, যা সামাল দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বললেন,

"আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব— সেদিন এখন আর নাই। এখন আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দেব, তোমার যারে পছন্দ তাকে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি"। 

 

চাঁদাবাজদের উদ্দেশে চাঁদাবাজি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা তা ভাগাভাগি করে খাব। তবুও হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার ঘুম হারাম এদের কারণে। মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এখান থেকে বের হয়ে আসো, তোমাদেরকে বুকে টেনে নেব। এরপর তোমাদেরকে আমরা শিক্ষিত প্রশিক্ষিত করে তোমাদের হাতেও কাজ তুলে দেব ইনশাআল্লাহ।

এই বিভাগের আরো খবর