সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ৩০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

দুবাইয়ে বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বনভোজন ও পুরস্কার বিতরণী

শহীদুল হক, দুবাই

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬  

 

দুবাই ও উত্তর আমিরাত শাখার আয়োজনে সারজাহ ন্যাশনাল পার্কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি, সাংবাদিক এবং ইঞ্জিনিয়ার পরিবারবর্গ অংশগ্রহণ করেন। শীতকালীন পরিবেশে পুরো অনুষ্ঠানটি মিলনমেলার রূপ নেয়। এতে প্রবাসীদের মধ্যে ভাতৃত্ববোধ আরও মজবুত করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতি বছরের মতো বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করে।

 

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কাউয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র প্রকৌশলী ও কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেকুল ইসলাম ভুঁইয়া, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান এবং মির্জা রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী রফিকুল ইসলাম খাঁন, প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকৌশলী তারেক, প্রকৌশলী ইকবাল, প্রকৌশলী মাহে আলম, এস.এম. করিম, প্রকৌশলী মাহফুজুর রহমান, সাজ্জাদুর রহমান, রুহুল আমিন, বদরুদ্দোজা শফু, প্রকৌশলী মুজাহিদুরহমান, মাহিনুর রহমান শিফু, শাকিলা চৌধুরী লুনা, সোহেল, প্রকৌশলী ফারুক ও প্রকৌশলী নাছিমসহ ২০০-এর বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পরিবারবৃন্দ।

 

কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আজমান সমিতির সভাপতি আবদুল কুদ্দুছ, আমিরুল ইসলাম চৌধুরী এনাম, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন এবং মজিবুল হক মঞ্জু। পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর