বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান অস্থিরতায় নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ যদি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না যায়, তবে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় অধিকাংশ সদস্যের সম্মতিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকইনফো সূত্রে জানা গেছে, বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

 

সভায় বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভারতের বর্তমান পরিস্থিতিতে দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া ভোটাভুটিতে বাংলাদেশের দাবি টেকেনি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ আয়োজনে ভারত সম্পূর্ণ প্রস্তুত এবং সেখানে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। এমতাবস্থায় বাংলাদেশ সরকারকে বিসিবির সাথে দ্রুত আলোচনা করে আগামীকালকের মধ্যে তাদের শেষ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি এবং আইসিসির প্রধান নির্বাহীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিবি যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, তবে আইসিসি র‍্যাঙ্কিং ও বাছাইপর্বের হিসেব অনুযায়ী স্কটল্যান্ডকে মূল আসরে টেনে নেবে। বাংলাদেশের এমন একগুঁয়েমির ফলে বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারের তরফ থেকে সবুজ সংকেত না মিললে বা আইসিসিকে রাজি করাতে না পারলে স্কটল্যান্ডের ভাগ্য খুলে যেতে পারে।

এই বিভাগের আরো খবর