মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটালিয়ান সদর দফতরের সিপিসি কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেপ্তার হওয়া কবিরের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‍্যাব: কবির কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

 

  তিনি রাজধানীর আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করেন। র‍্যাব জানিয়েছে, কবিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর গা ঢাকা র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরিফ ওসমান হাদিকে গুলি করার পরপরই কবির গা ঢাকা দেন। তিনি ফতুল্লায় তাঁর এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেই র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিসিটিভির ফুটেজে গত ৪ ডিসেম্বর কবিরকে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে বেশ কয়েকবার প্রবেশ করতে দেখা যায়। ঘটনার পর অভিযুক্ত কবির, ফয়সাল ও আলমগীর—সকলেই গা ঢাকা দেন।

র‍্যাব গ্রেপ্তারকৃত কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করেছে।

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর