শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৮ ১৪৩২   ২১ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

জকসুতে ৩৪ পদে ১৮৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ পড়েছেন ৪২

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) ২১ পদে ১৫৬ ও হল শিক্ষার্থী সংসদের ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে ৩৪ পদের বিপরীতে ১৮৯ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। এতে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে ৪২ জন প্রার্থী। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৩৮ ও হল শিক্ষার্থী সংসদে ৪ জন।

 

বৃহস্পতিবার রাতে জকসুর কেন্দ্রীয় ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে বাদ যাওয়া প্রার্থীদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, আমরা সকলের সবকিছু যাচাই-বাছাই করে জকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে থাকা প্রার্থীদের সব অভিযোগের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু এতে ডোপ টেস্ট ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক প্রার্থী বাদ পড়েছেন।

 

তিনি আরও বলেন, আজ বাদ যাওয়া প্রার্থীরা চাইলে আপিল করার সুযোগ রয়েছে।তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সাথে জকসুর নির্বাচনের কোনো প্রভাব পড়বে নাও বলে জানান তিনি।

 

নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জকসু নির্বাচনী তফসিল (সংশোধিত)-এর ক্রম ১২ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো (তালিকা সংযুক্ত)। এখানে উল্লেখ্য যে, প্রাথমিক প্রার্থী তালিকায় নাম থাকা কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় কয়েকটি নাম চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে তাদের প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

 

 

আলাদা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরিউক্ত বিষয়ের প্রেক্ষিতে জানাচ্ছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ প্রার্থীদের তথ্য যাচাই বাছাই সাপেক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে একসঙ্গে প্রেরণ করা হলো। অতএব, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এদিকে, রাত দেড়টায় ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, জকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ভিপি (সহ-সভাপতি) পদে ১৩ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন ও এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে ৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীদের আবাসস্থল 'নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী' ছাত্রী হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

 

ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।

এর আগে, গত ১৭ ও ১৮ নভেম্বর কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে ৩৪ পদের বিপরীতে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ২৪ নভেম্বর ২৪৯ জন প্রার্থীর মধ্যে প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীরা প্রকাশ করেন নির্বাচন কমিশন। যেখানে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ১৯৪ ও হল শিক্ষার্থী সংসদে ৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, ৪ ডিসেম্বর জবির সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর করা হয়।

 

এ ছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর, ভোট গণনা ৩০ ডিসেম্বর এবং ফলাফল ঘোষণা ৩০ বা ৩১ ডিসেম্বর হবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরো খবর