শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭

‘হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টা ধরে ঢাকার দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, উপপরিচালক মো. সাইদুজ্জামান বুশরাকে জিজ্ঞাসাবাদ করেন। বুশরা আফরিন সাবেক মেয়র আতিকুল ইসলামের কন্যা এবং ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান।

 

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার কন্যাকে ডাকা হয়েছে। এসব সম্পদ অর্জনে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।”

 

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত ও অনুসন্ধান চলছে। একই সঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় ৭ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

 

বুশরা আফরিন ঢাকা থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এবং কানাডায় উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর কুইন্স ইউনিভার্সিটিতে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চশিক্ষা নেন। এছাড়া তিনি ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টেও পড়াশোনা করেছেন।

 

দুদক বলেছে, ক্ষমতার অপব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্টরা জড়িত। এছাড়া তার পরিবারসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

 

২০২৪ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর