শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৪২

ধর্ষণ প্রতিরোধে সর্বাগ্রে প্রয়োজন ধর্মীয় অনুশাসন: সাজেদা মুন্নি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

দেশজুড়ে উদ্বেগ জনক হারে বেড়ে গেছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজ সহ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হচ্ছে।  ধর্ষণের বিরুদ্ধে আইনের কঠোরতর প্রয়োগের পাশাপাশি কেউ কেউ শাস্তি বিধানের ক্ষেত্রে আরো কঠোর শাস্তি 'প্রকাশ্য মৃত্যুদন্ড' দাবি করছেন। ধর্ষণ প্রতিরোধে আমাদের সমাজ ও রাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে। ধর্ষণ কেন উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে তার কারণ নির্ণয় করে এই বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধর্ষণ প্রতিরোধে সর্বাগ্রে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরী। প্রচলিত আইনে যাতে দর্শকরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে সে কারণে আইনের সংশোধন ও আইনের কঠোর  প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলদের আরো সাবধানি হতে হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্য সম্পাদন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

লেখিকা
সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়

এই বিভাগের আরো খবর