শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

গাজীপুরে শহীদ বীর ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

শহীদ বীর ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গাজীপুর সদর উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হোতাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী রমজান আলী মুন্সী ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন হোতাপাড়া হাজী রমজান আলী মুন্সী ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ আলী। জানাজা শেষে শহীদ বীর ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, উপপরিদর্শক (ডিএসবি, সদর) একে আজাদ, গাজীপুর জেলা এনসিপি শ্রমিক উইংসের যুগ্ম সমন্বয়কারী মো. সুজন শেখ, সাংবাদিক আজহারুল ইসলাম, গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান তুহিন, সাবেক আহ্বায়ক সদস্য নাহিদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শাহান সাহাবুদ্দিন বলেন, “বিপ্লবী বীর ওসমান হাদিরা পৃথিবীতে বারবার আসেন না। পৃথিবী একবারই তাঁকে পায়। দেশপ্রেমের চেতনায় হাদি শুভ শক্তির পক্ষে দাঁড়িয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করেছেন। সে কারণেই নষ্ট শক্তি তাঁকে বাঁচতে দেয়নি। ইতিহাস বলে—হাদীদের মৃত্যু নেই, তাঁরা অমর। হাদীর দেখানো পথে হাজারো হাদীর জন্ম হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শহীদ ওসমান হাদির আত্মত্যাগ যুগে যুগে পথ দেখাবে। মহান আল্লাহ যেন তাঁকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আমরা আর কোনো হাদীকে হারাতে চাই না—এ নিশ্চয়তা রাষ্ট্রযন্ত্রকেই দিতে হবে।”

 

এ সময় উপস্থিত ব্যক্তিরা শহীদ বীর ওসমান হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর শহীদের মর্যাদা ও আত্মার শান্তি কামনা করেন।

এই বিভাগের আরো খবর