বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

 

ইরানের ওপর সামরিক হামলা চালানো হলে তার জবাব শত্রুদের জন্য হবে অপ্রত্যাশিত ও কঠিন। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের জন্য ইরান প্রস্তুত রয়েছে এবং তার প্রতিক্রিয়া হবে শক্তিশালী।

 

ইরানে চলমান সহিংস বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী।

 

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আল জাজিরা জানায়, এক নিরাপত্তা বৈঠকে আজিজ নাসিরজাদেহ বলেন, “এই হুমকিগুলো (ট্রাম্পের) যদি বাস্তব রূপ নেয়, তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত পূর্ণ শক্তিতে দেশকে রক্ষা করব এবং আমাদের প্রতিরোধ তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক।”

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানে হামলায় যেসব দেশ সহায়তা করবে, সেগুলোও ইরানের দৃষ্টিতে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

 

নাসিরজাদেহ দাবি করেন, গত জুন মাসে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা ইতোমধ্যে পুষিয়ে নিয়েছে ইরান। পাশাপাশি সামরিক উৎপাদন সক্ষমতা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে, এমন সতর্কতাও দিয়েছে তেহরান।

 

বুধবার (১৪ জানুয়ারি) একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে।”

তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরো খবর