সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ১৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

কুমিল্লা-৯ আসনে বিএনপির মিডিয়া ম্যানেজার বেলাল রহমান মজুমদার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল রহমান মজুমদার।

 

তিনি বিএনপির প্রার্থী আবুল কালামের নির্বাচনী কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। মিডিয়া সেলের প্রধান হিসেবে নির্বাচনী প্রচারণা ও গণমাধ্যম ব্যবস্থাপনায় সার্বিক সমন্বয় করবেন তিনি।

 

জানা গেছে, গত ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে আয়োজিত একটি কর্মশালায় কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে অংশ নেন বেলাল রহমান মজুমদার।

 

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে সক্রিয় বেলাল রহমান মজুমদার ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এক সময় লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মিডিয়াবান্ধব নেতা হিসেবে পরিচিত বেলাল রহমান মজুমদার বর্তমানে লাকসাম পৌরসভা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন।

 

এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইরুয়াইন এম. এ. বারী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, উত্তর পশ্চিম গাঁও পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

এই বিভাগের আরো খবর