মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

কলোনি ছেড়ে পাহাড়ের দিকে একা কেন এই পেঙ্গুইন?

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফ প্রান্তরে একটি অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন তার দল ছেড়ে উল্টো পথে পাহাড়ের দিকে একা হেঁটে চলেছে। সামাজিক মাধ্যমে ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ নামে পরিচিত এই ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে নানা কৌতূহল। আসলে এটি বিখ্যাত জার্মান পরিচালক ভার্নার হার্জগের ২০০৭ সালের প্রামাণ্যচিত্র ‘এনকাউন্টারস অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’-এর একটি দৃশ্য।

 

ভিডিওতে দেখা যায়, পেঙ্গুইনটি তার স্বাভাবিক বিচরণস্থল সমুদ্র ছেড়ে প্রায় ৭০ কিলোমিটার দূরের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। পরিচালক হার্জগ একে ‘ডেথ মার্চ’ বা মরণযাত্রা বলে অভিহিত করেছেন, কারণ এই পথ থেকে পেঙ্গুইনটির ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। নেটিজেনরা এই দৃশ্যটিকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করছেন:

 

  • মানসিক বিষণ্ণতা: অনেকেই একে মানুষের অস্তিত্বের সংকট বা জীবনের অর্থহীনতার প্রতীক হিসেবে দেখছেন।

  • বিদ্রোহের প্রতীক: কেউ কেউ একে ছকে বাঁধা সামাজিক জীবনের চাপ ছেড়ে বেরিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ মনে করছেন।

  • রাজনৈতিক ট্রল: এমনকি হোয়াইট হাউসের এক পোস্টে একে রাজনৈতিক ব্যঙ্গেও ব্যবহার করা হয়েছে, যা নিয়ে ট্রলিংয়ের শিকার হতে হয়েছে খোদ মার্কিন প্রশাসনকে।

 

তবে বিজ্ঞানীদের ব্যাখ্যা অনেক বেশি বাস্তবসম্মত। প্রাণীবিদদের মতে, পেঙ্গুইনটি কোনো আবেগ বা দর্শনের বশবর্তী হয়ে এমনটা করছে না। সম্ভবত অসুস্থতা বা মস্তিষ্কে কোনো জটিলতার কারণে সে দিকভ্রান্ত হয়ে পড়েছে। প্রকৃতির অমোঘ নিয়মে দলচ্যুত হয়ে এভাবে চলা এই ছোট্ট প্রাণীটির জন্য নিশ্চিত মৃত্যুর সমান। তবুও, মানুষের কাছে এই ‘বিবাগী’ পেঙ্গুইনটি বর্তমানে একাকীত্ব ও মুক্তির এক শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরো খবর