বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

দুবাই যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশের গণতন্ত্রের “অপরাজেয় নেত্রী”, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুবাই যুব দলের নেতৃ বৃন্দরা গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুবাই যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুবাইয়ে মনপুরা রেস্টুরেন্টের হল রুমে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন  ইউএই এর কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ জানে আলম। দুবাই যুব দলের সভাপতি ইউনুস বাচ্চুর সভাপতিত্বে ও আরাফাত ও জলিলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউএই যুবদলের সাবেক সহ সভাপতি জিল্লু। বিশেষ অতিথি ছিলেন শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম মানিক, দুবাই যুব দলের সংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আব্বাস, প্রচার সম্পাদক মোহাম্মদ কাশেম, সহ-সংগঠনিক সম্পাদক মোঃ মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক  শহিদুল করিম,  সাইফুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাদের। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশের সুশাসনের পরিক্রমায় এবং রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি শূন্যতা তৈরি হলো বলে মন্তব্য দুবাই যুব দলের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর