সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

গণশিক্ষা উপদেষ্টার দুঃসংবাদ: ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি বন্ধ

ইমাম হোসেন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

সারা দেশে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও, একটি মামলার কারণে সমসংখ্যক সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। সহকারী শিক্ষকদের পদোন্নতির বিষয়ে এই দুঃসংবাদটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

গতকাল রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

 

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, পদোন্নতিসংক্রান্ত আইনি জটিলতার কারণেই এই বিশাল সংখ্যক পদ শূন্য থেকে যাচ্ছে।

 

  • মূল সমস্যা: অধ্যাপক পোদ্দার বলেন, "সারা দেশে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নেই। অথচ ৩২ হাজার সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারছি না। মামলার জন্য এটি হয়েছে।"

  • সমাধানের চেষ্টা: তিনি বলেন, এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তি করতে পারলে পদোন্নতিসহ প্রাথমিক শিক্ষার অনেকগুলো সমস্যার সমাধান হবে।

 

 

কক্সবাজারের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ার একাধিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক সংকট দূর করার প্রতিশ্রুতি দেন।

 

উপদেষ্টা জানান, তিনি কুতুবদিয়ার কৈয়ারবিল, উত্তর লেমশীখালী এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ ও অবকাঠামো ঘুরে দেখেছেন এবং সেখানকার শিক্ষকসংকট তাঁর নজরে এসেছে।

 

অধ্যাপক পোদ্দার বলেন, "নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়াসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট দূর করা হবে।"

 

তাঁর পরিদর্শনের সময় ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর