মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৫ ১৪৩২   ১৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

অবশেষে প্রতীক্ষার অবসান! আসছে ব্লকবাস্টার ,থ্রি ইডিয়টস ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র 'থ্রি ইডিয়টস'-এর দ্বিতীয় কিস্তি 'থ্রি ইডিয়টস ২' আসছে। এই খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রথম কিস্তির মূল অভিনেতা আমির খানসহ কারিনা কাপুর, আর. মাধবন এবং শর্মন যোশী দ্বিতীয় কিস্তিতে ফিরছেন বলে জানা গেছে। যদিও এর মুক্তির তারিখ বা শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে এই সংক্রান্ত আলোচনা বলিউডের অন্দরমহলে তুঙ্গে।

 

 

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'থ্রি ইডিয়টস' ছবিটি শুধু বক্স অফিসেই রেকর্ড গড়েনি, বরং দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এই ছবির সিকুয়েল তৈরির খবর এল।

 

 

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, 'থ্রি ইডিয়টস ২'-এ আমির খান (র‌্যাঞ্চো), আর. মাধবন (ফারহান) এবং শর্মন যোশী (রাজু) - সেই তিন বন্ধুকে আবারও একসঙ্গে দেখা যাবে। তাদের সঙ্গে কারিনা কাপুর (পিয়া)-এরও দ্বিতীয় কিস্তিতে অভিনয়ের কথা রয়েছে।

প্রথম কিস্তিতে যেখানে গল্প শেষ হয়েছিল, সিকুয়েলে এর পরবর্তী অংশের কাহিনী দেখানো হতে পারে। তবে ছবির প্লট কী হবে বা এটি কোন সামাজিক বার্তা নিয়ে আসবে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রথম ছবির পরিচালক রাজকুমার হিরানিই এই সিকুয়েলটির পরিচালনার দায়িত্বে থাকবেন।

 

 

যদিও আনুষ্ঠানিকভাবে কেউ বিবৃতি দেননি, তবে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে আমির খান এবং অন্য অভিনেতারা ইঙ্গিত দিয়েছিলেন যে, যদি রাজকুমার হিরানি ভালো কোনো স্ক্রিপ্ট নিয়ে আসেন, তবে তাঁরা অবশ্যই 'থ্রি ইডিয়টস'-এর সিকুয়েলে কাজ করতে আগ্রহী। এই ঘোষণার মাধ্যমে সেই জল্পনাই এবার সত্যি হলো।

 

বর্তমানে 'থ্রি ইডিয়টস ২' ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। অভিনেতারা নিশ্চিত হলেও, ছবির আনুষ্ঠানিক ঘোষণা, শুটিং শুরুর তারিখ এবং মুক্তির তারিখ এখনও জানানো হয়নি। তবে বলিউডের এটিই এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি।

এই বিভাগের আরো খবর