মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬   মাঘ ৭ ১৪৩২   ০১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

বেবিবাম্প জল্পনায় ফের আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬  

প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর আবারও মা হওয়ার গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হওয়ার পর তার শারীরিক অবয়ব ও চলাফেরা ঘিরে নেটিজেনদের একাংশ ‘বেবিবাম্প’ নিয়ে নানা ধারণা প্রকাশ করছেন।

 

অনুষ্ঠানে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান বুবলী। তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল স্বাভাবিক এবং তিনি সেটিকে সম্মান করেন। তবে এ ধরনের ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 

পাশাপাশি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। বুবলী জানান, শুটিংয়ের ব্যস্ততায় অনেক সময় ফোন ধরতে না পারলেও অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন তিনি। তার বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ প্রকাশ করাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

 

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের সন্তান বীর আমেরিকায় সময় কাটানোর পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান কিংবা বুবলী-কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, যা শোবিজ অঙ্গনে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরো খবর