মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭৫

গাজীপুরে শিশু নিপীড়ন, আটক ১

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০  

গাজীপুরের শ্রীপুরে শিশু গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে আনোয়ারুল ইসলাম সজিব নামে এক প্রকৌশলী গ্রেফতার করেছে পুলিশ ।

দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারুল ইসলাম ইসলাম স্থানীয় আর.এ.কে সিরামিক্স কারখানায় কর্মরত ।

পুলিশ জানায়, ওই শিশু আনোয়ারুল ইসলামের বাড়ীতে দীর্ঘদিন যাবৎ গৃহকর্মীর কাজ করতো । প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কাজ করতে গেলে বাসায় অন্য কেউ না থাকায় তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে । শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে নিপীড়ণ থেকে রক্ষা পায় ওই শিশু । পরে ওই শিশু শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করে । সকালে পুলিশ সকালে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, প্রকৌশলী সজীবকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে ।

শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর