শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

৩০ বছরের ব্যবসা গুটিয়ে নিল ম্যাকডোনাল্ডস

আন্তর্জাতিক ডেস্ক  

প্রকাশিত: ১৭ মে ২০২২  

অবশেষে রাশিয়ার সঙ্গে বিগত ৩০ বছরের সব সম্পর্ক মিটিয়ে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে ম্যাকডোনাল্ডস।

সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ১৯৯০ সালে রাশিয়ায় যাত্রা শুরু করে ম্যাকডোনাল্ডস। এটিই ছিল রাশিয়ার মাটিতে প্রথম কোনো পশ্চিমা ফাস্ট ফুড কোম্পানি।
১৯৯০ সালে রাশিয়ার মস্কোর পুশকিন স্কয়ারে যেদিন ম্যাকডোনাল্ডস তাদের প্রথম আউটলেটটি চালু করে, সেদিন প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হয়েছিল রেস্টুরেন্টটির বাইরে।

 
তবে সব কিছু বদলে দিয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ফেব্রুয়ারির শেষার্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করলে, একে একে সব পশ্চিমা কোম্পানি রাশিয়া ছাড়তে শুরু করে। এত দিন ম্যাকডোনাল্ডস মাটি কামড়ে থাকলেও এবার বুঝে গেছে যে ধাঁচে যুদ্ধ চলছে, এতে করে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। 
এ ব্যাপারে সোমবার (১৬ মে) ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পসজিনসকি বলেন, 'রাশিয়া ও ম্যাকডোনাল্ডস একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আমরা ঘুণাক্ষরেও কল্পনা করিনি এমন দিন দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এমন দিন এসে গেছে। রাশিয়া ছাড়তে হচ্ছে আমাদের।'
 
শুরুতে ক্ষণস্থায়ীভাবে রাশিয়াতে তাদের আউটলেটগুলো বন্ধ করলেও, একেবারে তলিতল্পা নিয়ে যে ফিরে যেতে হবে সেটি হয়তো বুঝতে পারেনি ম্যাকডোনাল্ডস। একদিকে তীব্র সরবরাহ সংকট, অন্যদিকে মানবিকতার পশ্চিমা আবেগ। দুইয়ে মিলে এ কয়মাস ধরে সুবিধা করে উঠতে পারছিল না ম্যাকডোনাল্ডস। এর পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
ইতোমধ্যে ম্যাকডোনাল্ডস তাদের আউটলেটগুলো 'ডি-আর্ক' নামের একটি রাশিয়ান রেস্টুরেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আউটলেটগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে ম্যাকডোনাল্ডসের নাম ও লোগো, বদলে ফেলা হয়েছে খাবারের মেন্যু।

এদিকে ম্যাকডোনাল্ডসের রাশিয়া ছাড়ার খবরে নিউইয়র্ক শেয়ারবাজারে কোম্পানিটির দরপতন হয়েছে। সোমবার (১৬ মে) কোম্পানিটির শেয়ার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে গেছে।

এই বিভাগের আরো খবর