শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮১

হাটহাজারী মাদরাসায় ক্লাস চলবে: জুনায়েদ বাবুনগরী

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, তোমরা ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা পড়ালেখায় মনোযোগী হও এবং আগামীকাল থেকে মাদরাসা খোলা থাকবে ও ক্লাস যথারীতি চলবে। তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে।

হাটহাজারী মাদরাসা কেন্দ্রীয় মসজিদে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আল্লামা আহমদ শফী চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। এদিকে জুমার নামাজের পর মুসল্লীরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর মাদরাসার শাহী গেটের পকেট গেইট পুনরায় তালাবদ্ধ করে দেয়া হয়।

এই বিভাগের আরো খবর