শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৭

স্কুলে ভর্তির লটারির নতুন তারিখ ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪  

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।

 

এদিকে পূর্ব ঘোষিত ভর্তির লটারির তারিখ ছিল ১২ ডিসেম্বর।

 

রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন।

 

তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। ১২ ডিসেম্বরের পরিবর্তে লটারি হবে আগামী ১৭ ডিসেম্বর। কারিগরি কিছু জটিলতায় তারিখ পরিবর্তন হয়েছে।

 

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

 

সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

 

ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

এই বিভাগের আরো খবর