শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯৪

সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছয় মাস ধরে বন্ধ থাকার পর আগামী ১৬ অক্টোবর দেশের সব সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে ডাকা এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, তা যদি কমতে থাকে তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলা যেতে পারে। আমরা সেরকমই ভাবছি। তবে সেটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হল খোলা রাখতে হবে। অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চলবে। তবে যদি করোনা পরিস্থিতির অবনতি হয়, তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে।

স্বাস্থ্যবিধি মানতে দর্শক ও হল কর্তৃপক্ষকে আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ইতোমধ্যেই সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঞা আলাউদ্দিন, জেনারেল সেক্রেটারি সম্রাটসহ অনেকেই।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা রয়েছে।

এই বিভাগের আরো খবর