মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৩

সালমান খানের কপালে বিয়ে নেই!

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

জীবনের ৫৪ বসন্ত পার করলেও এখনও বিয়ে করেননি বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খান। তবে আগামী দিনেও নাকি তার বিয়ের কোনো বিয়ের সম্ভাবনা নেই!

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুম্বাইয়ের নামকরা জ্যোতিষী পণ্ডিত জনার্দন ‘ভাইজান’কে এমন ভবিষ্যদ্বাণী করেছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। সেই রিয়ালিটি শো-তে অতিথি হয়ে এসেছিলেন জ্যোতিষী পণ্ডিত জনার্দন।

সেখানে সালমান সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, তার বিয়ে হবে কিনা? ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর জবাব, ‘আপাতত তো কোনো সম্ভাবনাই দেখছি না।’

ওই সময় ভাইজানও পাল্টা মনে করিয়ে দেন ৬ বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ আবার কী হলো?

জ্যোতিষীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সালমান আবার জিজ্ঞাসা করেন, ‘সামনে কি কোনো যোগই নেই?’ কিন্তু জ্যোতিষী তার বলা কথায় অনড়।

ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন ‘কোনো আশাই নেই’। এর পরেই হাসিতে ফেটে পড়েন সালমান।

এই বিভাগের আরো খবর