বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় দুজনের স্বীকারোক্তি

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

পঞ্চগড়ে সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় বিজ্ঞ আদালতে ০২ জন স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। বুধবার(০৮- মার্চ) জেলা পুলিশ পঞ্চগড় এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পঞ্চগড় সদর থানার মামলা নং-১২  তারিখ- ০৭/০৩/২০২৩ ইং এর মূলে এজাহার মানীয় আসামী ১। মোঃ ফজলে রাব্বী(৩০), পিতাঃ সোলায়মান আলী, সাং- রাজনগর, থানা ও জেলাঃ পঞ্চগড় ও ২। মোঃ রাব্বী ইমন (২৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- ভজনপুর দেবনগর, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় তাদের দুজনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার করে বিজ্ঞ  আদালতে সপোর্দ করা হলে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন ও তাদের অপরাধ স্বীকার করেন। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা ০২ জন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়ানো সহ ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন ধারায় অপরাধ করেছে বোলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর