বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬১

শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি নষ্ট নয়: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪  

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি যাতে অকৃষি খাতে চলে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

 


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে মৃত্তিকা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

 

কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। মাটির মান ও উর্বরতা নির্ণয়ে আরও গভীরতর গবেষণা প্রয়োজন। পাশাপাশি সার ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। বিল্ডিং তৈরি না করে গবেষণার জন্য জমি রাখতে হবে। একইসাথে গবেষণার প্রাপ্ত ফলাফল কৃষকের কাছে পৌঁছানোর কথাও বলেন তিনি।

 

 

২০২১ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বছরে গড়ে প্রতি হেক্টর জমিতে ৩৮৪ কেজি সার ব্যবহার করা হয়। অন্যদিকে ভারতে মাত্র ১৯৩ কেজি ব্যবহার করা হয়। সারের ব্যবহার কমিয়ে কীভাবে মাটির প্রাকৃতিক গুণগত মান অটুট রাখা যায়, তা নিয়ে বিজ্ঞানীদের কাজ করতে হবে।

এই বিভাগের আরো খবর