মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৯

রোনালদো ‘মূর্খ’ : পাসকুয়েল ব্রুনো

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০  

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘মূর্খ’ বলেছেন তার বর্তমান ক্লাব য়্যুভেন্তাসের সাবেক ডিফেন্ডার পাসকুয়েল ব্রুনো। একইসঙ্গে তিনি দাবি করেছেন, সতীর্থদেরকে কোনো ধরণের সম্মান করেন না ক্রিস্টিয়ানো। কেবল ক্লাব নয়, ব্রুনোর দেশ ইতালির প্রতিও কোনো সম্মান নেই রোনালদোর, এমনটাই অভিযোগ তার।

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর, ২০১৮ সালে যোগ দেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব য়্যুভেন্তাসে। তুরিনে ২ বছর কাটিয়ে দিলেও, এখন পর্যন্ত ইতালিয়ান ভাষা রপ্ত করতে পারেননি সিআরসেভেন।

য়্যুভেন্তাসে যোগ দিলেও নিজের মাঠের পারফরম্যান্সে কোনো দাগ পড়তে দেননি ৫ বারের ব্যালন ডি অর জয়ী তারকা। ৩৫ বছর বয়সেও খেলে যাচ্ছেন সমানতালে। তার গোলক্ষুধাও দিনে দিনে আরো তীব্র হচ্ছে যেন! মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে না পড়লেও, নিজের আচরণের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।

ইতালিয়ান ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যম টিকিটাকাকে ব্রুনো বলেন, সে ইতালিতে আছে ২ বছর হলো। কিন্তু এখনো সে আমাদের ভাষা শিখে নেয়নি। সে কথা বলার সময় স্প্যানিশ ভাষা ব্যবহার করে। তার দল, সতীর্থ কিংবা ইতালিয়ানদেরকে কিভাবে সম্মান জানাতে হবে, সেটি সে জানেই না। সে একজন ‘মূর্খ’। 

গেল মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ খেলার সময় করোনায় আক্রান্ত হন রোনালদো। এর পরদিনই এয়ার এ্যাম্বুলেন্সযোগে ইতালিতে উড়াল দেন তিনি। এখানে এসে কোয়ারেন্টিনে থাকেন রন। যদিও, ইতালির ক্রীড়ামন্ত্রী সেসময় তার তীব্র সমালোচনা করেন। বিনা অনুমতিতে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রবেশ করে দেশটির নিয়ম ভঙ্গ করার অভিযোগ করেন সিআরসেভেনের বিরুদ্ধে। একইসঙ্গে তিনি বলেন, রোনালদোর মতো ফুটবলাররা নিজেদের তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে মনে করেন, সবকিছুই তাদের হাতের মুঠোয়। 

আইন ভাঙ্গায় রোনালদোর বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান ইতালির ক্রীড়ামন্ত্রী। 

এ ঘটনায় ইতালিয়ান মন্ত্রীকে ‘মিথ্যুক’ বলে অভিহিত করেন রোনালদো। বলেন, নিয়ম মেনেই সবকিছু করেছেন তিনি।

যাই হোক, নিজের ক্লাবেরই সাবেক একজন ফুটবলার এবার রোনালদোর বিরুদ্ধে অভিযোগ আনলেন, সতীর্থদের প্রতি সম্মান না জানানোর! আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ইতালিতে রোনালদোর দিন ফুরিয়ে আসছে। দেখা যাক, জল কতদূর গড়ায়।রোনালদো ‘মূর্খ’
রোনালদো ‘মূর্খ’ 
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘মূর্খ’ বলেছেন তার বর্তমান ক্লাব য়্যুভেন্তাসের সাবেক ডিফেন্ডার পাসকুয়েল ব্রুনো। একইসঙ্গে তিনি দাবি করেছেন, সতীর্থদেরকে কোনো ধরণের সম্মান করেন না ক্রিস্টিয়ানো। কেবল ক্লাব নয়, ব্রুনোর দেশ ইতালির প্রতিও কোনো সম্মান নেই রোনালদোর, এমনটাই অভিযোগ তার।

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর, ২০১৮ সালে যোগ দেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব য়্যুভেন্তাসে। তুরিনে ২ বছর কাটিয়ে দিলেও, এখন পর্যন্ত ইতালিয়ান ভাষা রপ্ত করতে পারেননি সিআরসেভেন।

য়্যুভেন্তাসে যোগ দিলেও নিজের মাঠের পারফরম্যান্সে কোনো দাগ পড়তে দেননি ৫ বারের ব্যালন ডি অর জয়ী তারকা। ৩৫ বছর বয়সেও খেলে যাচ্ছেন সমানতালে। তার গোলক্ষুধাও দিনে দিনে আরো তীব্র হচ্ছে যেন! মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে না পড়লেও, নিজের আচরণের জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।

ইতালিয়ান ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যম টিকিটাকাকে ব্রুনো বলেন, সে ইতালিতে আছে ২ বছর হলো। কিন্তু এখনো সে আমাদের ভাষা শিখে নেয়নি। সে কথা বলার সময় স্প্যানিশ ভাষা ব্যবহার করে। তার দল, সতীর্থ কিংবা ইতালিয়ানদেরকে কিভাবে সম্মান জানাতে হবে, সেটি সে জানেই না। সে একজন ‘মূর্খ’। 

গেল মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ খেলার সময় করোনায় আক্রান্ত হন রোনালদো। এর পরদিনই এয়ার এ্যাম্বুলেন্সযোগে ইতালিতে উড়াল দেন তিনি। এখানে এসে কোয়ারেন্টিনে থাকেন রন। যদিও, ইতালির ক্রীড়ামন্ত্রী সেসময় তার তীব্র সমালোচনা করেন। বিনা অনুমতিতে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রবেশ করে দেশটির নিয়ম ভঙ্গ করার অভিযোগ করেন সিআরসেভেনের বিরুদ্ধে। একইসঙ্গে তিনি বলেন, রোনালদোর মতো ফুটবলাররা নিজেদের তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে মনে করেন, সবকিছুই তাদের হাতের মুঠোয়। 

আইন ভাঙ্গায় রোনালদোর বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান ইতালির ক্রীড়ামন্ত্রী। 

এ ঘটনায় ইতালিয়ান মন্ত্রীকে ‘মিথ্যুক’ বলে অভিহিত করেন রোনালদো। বলেন, নিয়ম মেনেই সবকিছু করেছেন তিনি।

যাই হোক, নিজের ক্লাবেরই সাবেক একজন ফুটবলার এবার রোনালদোর বিরুদ্ধে অভিযোগ আনলেন, সতীর্থদের প্রতি সম্মান না জানানোর! আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ইতালিতে রোনালদোর দিন ফুরিয়ে আসছে। দেখা যাক, জল কতদূর গড়ায়।

এই বিভাগের আরো খবর