বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তার দুইজন ৩ দিনের রিমান্ডে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা ১১টার দিকে দুইজনকে আদালতে তোলা হয়।

যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে, তারা হলেন উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা নুর বশরের ছেলে ছলিম উল্লাহ এবং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ।

গতকাল শনিবার (২ অক্টোবর) বিকেলে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজনকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার অন্য দুইজন আবদুস সালাম ও জিয়াউর রহমান এখনও উখিয়া থানা পুলিশ হেফাজতে রয়েছে। আজ যেকোনো সময় তাদের আদালতে সোপর্দ করা হতে পারে।

পুলিশ জানিয়েছে, রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার উখিয়া থানা পুলিশ এবং ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান পুলিশ (এপিবিএন) অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে শওকত উল্লাহকে শুক্রবার সকালে উখিয়া থানা পুলিশ কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে এবং মো. সলিমকে এপিবিএন সদস্যরা লম্বাশিয়া ১-ইস্ট ক্যাম্প থেকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরো খবর