সোমবার   ১৪ জুলাই ২০২৫   আষাঢ় ২৯ ১৪৩২   ১৮ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

ভিও থ্রিতে ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা দেবে জেমিনি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫  

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি’তে যুক্ত হয়েছে আকর্ষণীয় নতুন এক ফিচার। এতে অত্যাধুনিক এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরি করতে সক্ষম টুলটিতে সংলাপ ও শব্দও যুক্ত করা যাবে, যা কৃত্রিম ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন মাত্রা যুক্ত করেছে। এবার নিজেদের এআই চ্যাটবট জেমিনিতে ভিও থ্রি যুক্ত করেছে গুগল। এর ফলে জেমিনি চ্যাটবট ব্যবহারকারীরা বাড়তি ঝামেলা ছাড়াই দ্রুত ভিও থ্রি ব্যবহার করতে পারবেন।

তবে জেমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। বর্তমানে শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জেমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।


জেমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের টুলস অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন, ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।

তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।

গুগল জানিয়েছে, দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।

এই বিভাগের আরো খবর