শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬০

বিশ্বের দীর্ঘতম কাচের সেতু

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৩০ মে ২০২২  

কাচের তৈরি গ্লাস, চুড়ি, দরজাসহ অনেক জিনিস হরহামেশাই দেখা যায়। কিন্তু কাচের তৈরি আস্ত এক সেতু তৈরির কথা কেউ কি ভেবেছেন? অবিশ্বাস্য হলেও এবার কাচের ব্রিজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইন্দো-চীন উপদ্বীপের পূর্ব উপকূলের রাষ্ট্র ভিয়েতনাম। মূলত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবেই পৃথিবীর দীর্ঘতম কাচের সেতু ‘দ্য ব্যাচ লং’ চালু করেছে দেশটি।

পৌরাণিক প্রাণী বাচ লং বা শ্বেতকায় ড্রাগনের নামেই নামকরণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কাচের সেতুটির। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় গেল শনিবার (২৮ মে) ভিয়েতনামের সোন লা শহরে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্রটি।

হেঁটে চলার উপযোগী এই সেতু দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৬৩২ মিটার এবং এর মেঝেতে দেওয়া হয়েছে ফ্রান্সের তৈরি ৪০ মিলিমিটার পুরু টেমপারড গ্লাস। এতে সেতুটি এতই শক্তপোক্ত হয়েছে যে, ৪৫০ জন দর্শনার্থী একসঙ্গে দাঁড়াতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাহাড়ের কোল থেকে সৌন্দর্য উপভোগের জন্য দুই প্রান্তে রয়েছে দীর্ঘ সড়ক। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন না ঘটিয়ে নির্মিত অসাধারণ এই স্থাপনাটি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এর আগে বিশ্বের দীর্ঘতম কাচের সেতু নির্মাণের রেকর্ড ছিল চীনের। দক্ষিণ চীন সাগরের উপকূলের গুয়াংডংয়ে তৈরি সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৭২৬ ফুট। তবে চীনকে টেক্কা দিয়ে বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর রেকর্ড এখন ভিয়েতনামের।

‘দ্য ব্যাচ লং’ সেতুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরাও। ভিয়েতনাম প্রশাসনের হাতে বিশ্বের দীর্ঘতম গ্লাস ব্রিজের সম্মাননা তুলে দেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রতিনিধি গ্লেন পোলার্ড। এদিকে, মার্চের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য কোয়ারেন্টাইন বাতিল করেছে ভিয়েতনাম সরকার। পাশাপাশি ১৩ দেশের নাগরিকদের জন্য ১৫ দিনের ভিসামুক্ত ভ্রমণ চালু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর