সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার হিড়িক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের কেনাকাটার হিড়িক। এই সুযোগে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।

রোববার (২৭ জুন) সারাদেশে লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রভাব পড়েছে তেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শুক্রাবাদ, নিউমার্কেট, আজিমপুর, মালিবাগ, বাড্ডা এবং রামপুরা এলাকার বাজারে এ চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, লকডাউনের খবরে আজ আমাদের বেচা-কেনা ভালো হয়েছে। চাল-ডাল, পেঁয়াজ-রসুন, আটা-ময়দা, আলু-চিনি এবং তেল বেশি বিক্রি করেছি সকাল থেকে।

দেশি পেঁয়াজ কয়েক ঘণ্টার ব্যবধানে কেজিপ্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে। সকালে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিলো ৪৫ টাকা কিন্তু বিকালে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা। পেঁয়াজের পাশাপাশি রসুনও বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০ টাকা থেকে ১৩০ টাকা।

সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত ৬-১১ বস্তা চাল বিক্রি হয়। কিন্তু আজ সকাল থেকে ৪০ বস্তার বেশি চাল বিক্রির কথা জানান অপর আরেক ব্যবসায়ী। প্রতিকেজি চাল ৫০ টাকা থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে সাড়ে ৫শ টাকা থেকে ৭০০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৮০ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা, খাসির মাংস ৮০০-৮৫০ টাকা, ব্রয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজিপ্রতি।

কাঁচামালের মধ্যে ঢ্যাঁড়স, পটল, কাঁকরোল, বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিপ্রতি। ঝিঙ্গা, কচুর, বেগুন, মুখী বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিপ্রতি। টমেটো এবং করলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা।

এই বিভাগের আরো খবর