শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৯

নওগাঁ-৬ আসনে মনোনয়নয়পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০  

নওগাঁ-৬ আসনে (রাণীনগর-আত্রাই) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল মনোনয়নয়পত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভা ও সাবেক সাংসদ আব্দুল মালেকসহ রাণীনগর-আত্রাইয়ের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও সমর্তকরা উপস্থিত ছিলেন।


এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় দেশরত্ন ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের একক প্রার্থী আনোয়ার হোসেন হেলাল শতভাগ জয়ের আশা ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হয়ে এলাকা অসমাপ্ত কাজগুলো করার পাশাপাশি সামাজিককাজসহ এলাকার মানুষের পাশে থাকবেন।
 

এই বিভাগের আরো খবর