মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪২

তিন ম্যাচ পর চেনা ছন্দে চেন্নাই

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০  

আইপিএলের দ্বিতীয় সফল দল তারা। অথচ চেন্নাই সুপার কিংসকে এবার যেন চেনাই যাচ্ছিল না। জয় দিয়ে আসর শুরু করলেও হেরেছিল টানা তিন ম্যাচে। রোববার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দলটি পেল দ্বিতীয় জয়ের দেখা।

জয়ের সঙ্গে নিজেদের চেনা রূপেও যেন দেখা দিল দলটি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয় চেন্নাই। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেন ওয়াটসন ও ফ্যাফ ডু প্লেসিস জুটি জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন। ২.২ ওভার বাকি থাকতেই জয় পায় চেন্নাই।

ডু প্লেসিস ৮৭ এবং ওয়াটসন ৮৩ রানে অপরাজিত থাকেন। দুজনেই সমানসংখ্যক বল খেলেন। ৫৩ বলের ইনিংসে ওয়াটসন ১১টি চার ও ৩টি ছক্কা হাঁকান। ডু প্লেসিস মারেন ১১টি চার ও ১টি ছক্কা।

রান তাড়া করে জয়ের হিসেবে এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়।

এর আগে পাঞ্জাব ৪ উইকেটে ১৭৮ রান করে। অধিনায়ক লোকেশ রাহুল সর্বোচ্চ ৬৩ রান করেন। নিকোলাস পুরান দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন।

এই বিভাগের আরো খবর