মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

ড্রাফটে না থাকলেও খেলতে পারবেন মাশরাফী

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

চোট থাকায় বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠলে যদিও তাকে নিতে পারবে আগ্রহী দল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মাশরাফীর ব্যাপারে একটা ভাবনা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ও এভেইলেবল হবে। তখন যেকোনো দল চাইলে ওকে দেয়া যাবে।’

‘আশা করছি খুব তাড়াতাড়ি মাশরাফী খেলার মধ্যে ফিরে আসবে। একের বেশি দল যদি ওকে চায় সেক্ষেত্রে লটারি করে দেয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।’

গত মার্চে জিম্বাবুয়ে সিরিজ খেলে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে দেখা গেছে তাকে। করোনা বিরতি কাটিয়ে অন্যরা বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরলেও সেসময় খেলার মতো ফিট ছিলেন না মাশরাফী।
 
ফিট হতে রানিং শুরু করতেই মাশরাফী পড়ে যান ইনজুরিতে। যে কারণে বঙ্গবন্ধু টি-টুয়েন্টির ড্রাফটে রাখা হয়নি তাকে।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু হচ্ছে এ মাসেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। লটারির মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী ১৫৭ খেলোয়াড়ের মধ্যে থেকে স্কোয়াড গড়বে পাঁচটি দল।

এই বিভাগের আরো খবর