বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬৬

জ্বলছে আগুন হৃদয়ে

খোকন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

হৃদয়ে আঁকা প্রতিচ্ছবিতে জ্বলছে মোমবাতি
একটু করে জ্বালিয়ে কেনো চলে গেলে নিঃস্ব করে
পুড়ে ছাই কোথায় তুমি হারিয়ে আসো আর একবার
মোমের  আলোয় দেখবো বলে চেয়ে রই
জ্বালিয়ে দিয়ে তুমি তো পেয়েছো মুক্তি খুজে,তবে আমায় কেনো দাওনি মুক্ত আকাশে ছেড়ে
তোমায় দেখবে বলে মোমের আলোয় হৃদয়ে দাড়িয়েছে প্রতিচ্ছবি
কোথায় তুমি আসো আর একবার জ্বালিয়ে দাও আমায়
ছাই হয়ে মুক্ত আকাশে যাবো তোমার অপেক্ষায় চেয়ে রই বারে বার
এই বিভাগের আরো খবর