শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

জার্মানের মন্ত্রী বললেন, রাশিয়ার বিচার একদিন হবেই

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১১ মে ২০২২  

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। যুদ্ধরত ইউক্রেনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার (১০ মে) কিয়েভে পৌঁছান জার্মানের এই মন্ত্রী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে সফরের শুরুতেই রুশ বাহিনীর অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হওয়া দুই শহর বুচা ও ইরপিনে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। শহর দুটিতে জীবিত ও ফিরে আসা সাধারণ নাগরিকদের দুদর্শার কথা শোনেন বেয়ারবক।  

এ সময় তিনি দেশটির এটর্নি জেনারেল উইনেডিকটভার সঙ্গে একটি অর্থডক্স গির্জায় গিয়ে রুশ সামরিক অভিযানে নিহতদের উদ্দেশে মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করেন। এ যুদ্ধ ও ধ্বংসস্তুপের জন্য রাশিয়াকে দায়ী করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, এত মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়া কঠিন। সব কিছুর জন্য এই রাশিয়াই দায়ী। এর বিচার একদিন হবেই।  

বেয়ারবক আরও বলেন, বুচায় গিয়ে দেখতে পেলাম মানুষ সেখানে কতটা অসহায়। এ অবস্থা আমাদেরও হতে পারে। আমরাও গণহত্যার শিকার হতে পারি। বুচা ইউক্রেনের একটা উদাহরণ মাত্র। সেখানে রুশ বাহিনী কতটা সহিংসতা, যৌন নির্যাতন ও অত্যাচার চালিয়েছে তা অকল্পনীয়। এমনটা আমার পরিবারের সাথেও হতে পারতো। 

বুচার পর ইরপিনেও যান জার্মান এ মন্ত্রী। সঙ্গে ছিলেন শহরটির মেয়র ওলেকজান্ডার মারকুসীন। শহরটিতে কমপক্ষে দুই হাজার বাড়িঘর রুশ বাহিনীর গোলার আঘাতে ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জার্মান মন্ত্রীকে জানান শহরটির মেয়র। 

এ সময় বেয়ারবক বলেন, আমি মনে করি ইউক্রেন সাহসী একটি দেশের নাম। আরও বলতে চাই, আমরা ইউক্রেনের পাশে থাকব। আমরা চাই ইউক্রেনকে অত্যাধুনিক ভারী অস্ত্র ছাড়াও এ দেশের মুক্তি, মানবিকতায়, অর্থনীতিতে ও রাজনীতিতে সহায়তা অব্যাহত রাখতে। 

সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জার্মানি থেকে সামরিক অস্ত্র সহায়তা নিয়ে আলোচনা ছাড়াও রুশ বাহিনীর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বেয়ারবক। 

এ সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভার সঙ্গে সাক্ষাৎ শেষে রাশিয়াকে ‘আগ্রাসী’ মনোভাব থেকে সরে আসার আহ্বান জানান বেয়ারবক। এ ছাড়াও রাশিয়া থেকে গ্যাস ও তেল আমদানি বন্ধে জার্মানির সিদ্ধান্তের বিষয়টিও তুলে ধরেন।  

তবে ইউক্রেনকে ইউরোপের একটি অংশ হিসেবে উল্লেখ করলেও ইইউতে অন্তর্ভুক্তির বিষয়ে সব নিয়ম অনুসরণ করার কথা বলেন জার্মান মন্ত্রী। 

এই বিভাগের আরো খবর