মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৬

জাপানে আবিষ্কার, মানুষের জন্য ওয়াশিং মেশিন–১৫ মিনিটেই ধোয়া-শুকানো

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫  

প্রযুক্তির নতুন বিস্ময় দেখালো জাপান। দেশটির সায়েন্স কো. লিমিটেড সম্প্রতি উন্মোচন করেছে এক অভিনব যন্ত্র, যা মাত্র ১৫ মিনিটে মানুষকে ধুয়ে ও শুকিয়ে দিতে সক্ষম।

 

‘মিরাই নিনগেন সেনতাকুক’ নামের এই ক্যাপসুল আকৃতির মেশিনটি দেখতে অনেকটা ফিউচারিস্টিক পডের মতো। ব্যবহারকারী ভেতরে ঢুকে বসলে, মেশিন শরীরজুড়ে সূক্ষ্ম পানির স্প্রে ছড়িয়ে সম্পূর্ণ গোসলের অভিজ্ঞতা দেয়। গোসল শেষে আধুনিক ড্রাইং সিস্টেম শরীর দ্রুত শুকিয়ে ফেলে, ফলে তোয়ালের প্রয়োজনই পড়ে না।

 

বিশেষজ্ঞদের মতে, এটি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কারণ একইসাথে গতি, আরাম ও নিখুঁত পরিচ্ছন্নতা নিশ্চিত করছে এই প্রযুক্তি।

 

জাপানের উদ্ভাবকরা আশা করছেন, ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে, পাশাপাশি গোসলের অভিজ্ঞতাকে করে তুলবে আরও আধুনিক, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময়।

এই বিভাগের আরো খবর