শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮৯

ছোট কমেডি নাটক নিয়ে কাজ করছে ভিডিও নির্মাতা এম আই মানিক খান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

বাংলার রসিক দর্শকদের পুরোপুরি  মজা দিতে এবার কমেডি ধাঁচের ছোট নাটক নিয়ে কাজ করছে জনপ্রিয় ভিডিও নির্মাতা এম আই মানিক খান। ৬ অক্টোবর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে বলে জানান জনপ্রিয় ভিডিও নির্মাতা এম আই মানিক খান। বছরের শুরুতে করোনা ভাইরাসের কারণে এ ধরনের গল্পের কাজ একবারে কম ছিল এখন একটু স্বাভাবিক পরিস্থিতিতে এ ধরনের কাজের প্রতি দর্শকদের চাহিদা বেড়েছে তাই নতুন নতুন কমেডি নিয়ে আমার তিন দিনের শুটিং কনসেপ্ট সাজানো হয়েছে আশা করি তিন দিনে ভালো ভালো কাজ উপর দিতে পারব দর্শকদের।

জনপ্রিয় ভিডিও নির্মাতা এমআই মানিক খান বলেন,এর আগে দেশের জনপ্রিয় কমেডিয়ান চিকন আলী, ছোট টাইসন, ছোট দিপু ও মুজিবরসহ বেশ কয়েকজনের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এগুলো গল্প দর্শক জনপ্রিয়তার শীর্ষে ছিল। আশা করি বর্তমান পরিস্থিতি মাথায় রেখে আমরা যে ধরনের গল্প করছি তাও দর্শকরা খুব ভালোভাবে নেবে। এছাড়া আমরা ২০জনের ইউনিট নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের কড়ইতলী কাজ করছি সব গল্প গুলোর মধ্যে কমেডি নির্ভর এই ছবিটি মূলত গ্রাম্য পটভূমিকায় নির্মিত হবে। তিনদিনের নির্মিত ছোট কমেডি নাটক গুলো ওয়ান মিউজিক এর কর্ণধার রুবেল খান এর জন্য তৈরি করা হচ্ছে তিনি সেগুলোকে ওয়ান মিউজিক,ওয়ান মিউজিক নাটক,কেআর মিডিয়া ড্রামাসহ আরো বেশ কয়েকটি চ্যানেলে দেওয়া হবে বলে জানান।

এই সময় জনপ্রিয় ভিডিও নির্মাতা এম আই মানিক খান আরো বলেন আমাদের এই ইউনিট এ সবাই খুব আন্তরিক ভাবে কাজ করছে তার পাশাপাশি আমাদেরকে এলাকার মানুষসহ ইউনিটের সবাই খুব সহযোগিতা করেছে। এছাড়া আমাদের সর্বক্ষণিক সহযোগিতা করেছে দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি অজয় সরকার ঝুটন।

এই বিভাগের আরো খবর