বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

চাঁদপুরে জাটকা ধরায় ২৯ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ১৮৮ কেজি জাটকা।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ১৮৮ কেজি জাটকা।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত আড়াইটায় চাঁদপুর সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. কামরুজ্জামান জানান, পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জেলে বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসময় ২৮ লাখ ৫৬ হাজার ৯শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও পাঁচটি নৌকা জব্দ করা হয়। 

এই বিভাগের আরো খবর