মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৬

কোহলির রেকর্ড ভেঙে আইপিএলে ওয়ার্নারের নতুন মাইলফলক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

কলকাতার বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ব্যাটিং অর্ডারে নিজেকে অনেক নিচে নামিয়ে এনেছিলেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। যা দেখে প্রথমে অনেকেই বিস্মিত হলেও তার ব্যক্তিগত সফলতায় মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। 

রোববার কলকাতার ছুড়ে দেয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। 

দলকে জেতাতে না পারলেও সুপার ওভারে টেনে নিয়ে যান ওয়ার্নার।  ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। 

এদিন সুপার ওভারে হাসি ফুটে কলকাতা শিবিরে। তবে অন্য একটি বিষয়ে খুশি থাকতে পারে সানরাইজার্স হায়দরাবাদ।   

রোববার আইপিএলে ব্যক্তিগত রেকর্ড গড়লেন হায়দরাবাদ অধিনায়ক। 

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। চতুর্থ হলেও বিদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নারই আইপিএলে প্রথম এ মাইলফলক ছুঁলেন।  

আইপিএলে ৫ হাজার রান জমা করতে কোহলি খেলেছেন ১৫৭ ইনিংস, যা ছিল দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের রেকর্ড। কিন্তু এই মাইলফলক ১৩৫ ইনিংসেই ছুঁয়ে ফেলেন ওয়ার্নার। 

সে ক্ষেত্রে ওয়ার্নার ব্যাঙ্গালুরুর কোহলিকে পেছনে ফেলেছেন বটে; এখন থেকে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ডটি ডেভিড ওয়ার্নারের।

কোহলি ছাড়া ওয়ার্নারের আগে এই এলিট ক্লাবের সদস্য হয়েছেন সুরেশ রায়না ও রোহিত শর্মা।

এই বিভাগের আরো খবর