মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১৩

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ গোলরক্ষক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০  


করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে ধরা পড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক অদ্রি লুনিন। ২০২০-২১ মৌসুমে লা লিগার ক্লাবটিতে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে আছেন তিনি।

তবে লা লিগায় নয়, লুনিন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন তার জাতীয় দলে ইউক্রেনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে। তার সঙ্গে আরও একজন সতীর্থ করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ায় ফ্রান্সের হায়াত রিজেন্সি চ্যানটিলি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই গোলরক্ষককে। যেখানে বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

রিয়ালের এই গোলরক্ষক নেশনস লিগে রবিবার জার্মানি এবং এর দুই দিন পর স্পেনের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না, মোটামুটি নিশ্চিত।

ইউক্রেনে লুনিনের সতীর্থ গোলরক্ষক ইউরি প্যানকিভ এবং জাতীয় দলের রাঁধুনীও করোনা পজিটিভ হয়েছেন।

দুই গোলরক্ষক করোনা আক্রান্ত হওয়ায় ইউক্রেনের এখন জর্জি বুশকান ছাড়া বিকল্প হাতে নেই।

এই বিভাগের আরো খবর